ইজি-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা

চট্টগ্রাম নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ইজি-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০১৮’। মঙ্গলবার রাতে এ আয়োজনে সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। প্রতিযোগিতায় নতুন ডিজাইনারদের নকশায় তৈরি পোশাক পরে ক্যাটওয়াক করেন দেশের জনপ্রিয় মডেলরা। অনুষ্ঠানে পোশাক প্রদর্শনীর ফাঁকে পরিবেশন করা হয় নাচ ও গান।

১ / ১০
শাড়ির রং ও নকশায় ছিল বৈচিত্র্য।
শাড়ির রং ও নকশায় ছিল বৈচিত্র্য।
২ / ১০
ইজি-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় ছিল ছোটদের পরিবেশনাও।
ইজি-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় ছিল ছোটদের পরিবেশনাও।
৩ / ১০
এবারের এ আসরটি প্রতিযোগিতার ২০তম আসর। বৈচিত্র্যপূর্ণ পোশাকে মডেলরা।
এবারের এ আসরটি প্রতিযোগিতার ২০তম আসর। বৈচিত্র্যপূর্ণ পোশাকে মডেলরা।
৪ / ১০
প্রতিযোগিতায় নতুন ডিজাইনারদের নকশায় তৈরি হরেক রকমের শাড়ি পরে ক্যাটওয়াক করেন মডেলরা।
প্রতিযোগিতায় নতুন ডিজাইনারদের নকশায় তৈরি হরেক রকমের শাড়ি পরে ক্যাটওয়াক করেন মডেলরা।
৫ / ১০
ফতুয়ার সঙ্গে ছিল বিভিন্ন নকশার সালোয়ার-কামিজ।
ফতুয়ার সঙ্গে ছিল বিভিন্ন নকশার সালোয়ার-কামিজ।
৬ / ১০
ছিল নানা ধরনের ফতুয়ার প্রদর্শনী।
ছিল নানা ধরনের ফতুয়ার প্রদর্শনী।
৭ / ১০
ইজি-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা উপভোগ করতে এসেছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
ইজি-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা উপভোগ করতে এসেছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
৮ / ১০
পোশাকে রং ও নকশায় ছিল বৈচিত্র্য।
পোশাকে রং ও নকশায় ছিল বৈচিত্র্য।
৯ / ১০
পাঞ্জাবি-পায়জামার নানা বাহার।
পাঞ্জাবি-পায়জামার নানা বাহার।
১০ / ১০
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন স্থানীয় শিল্পীরা।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন স্থানীয় শিল্পীরা।