ঘোষণা দিয়ে ভুলে গেছেন পরীমনি

পরীমনি
পরীমনি

: প্রযোজক পরীমনি হোঁচট খেলেন?
: কে বলল?
: চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই তো বলছেন।
: যে বলছে তাঁকে আমার কাছে নিয়ে আসেন।
: আপনি যে বলেছিলেন, ১৪ এপ্রিল থেকে ছবির শুটিং করবেন?
: কই, না তো! এমন কথা কাউকে বলিনি।
: বিভিন্ন সংবাদমাধ্যমে আপনাকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে এই তথ্য ছিল।
: তাই নাকি!
কথাগুলো দেশের চলচ্চিত্রের এ সময়ের আলোচিত নায়িকা পরীমনির। প্রথম আলোর সঙ্গে আলাপে আজ শনিবার বিকেলে নিজের ছবি নিয়ে এভাবেই বললেন তিনি। নায়িকা থেকে প্রযোজক হওয়া পরীমনির প্রথম ছবি ‘ক্ষত’র শুটিং শুরু করার কথা ছিল গত এপ্রিল মাসে। কিন্তু এখনো ছবির শুটিংয়ের কোনো খবর নেই।

‘ক্ষত’ ছবির লোকেশন চূড়ান্ত করতে সিলেটের চা-বাগানে যান পরীমনি
‘ক্ষত’ ছবির লোকেশন চূড়ান্ত করতে সিলেটের চা-বাগানে যান পরীমনি

বেশ জমকালো আয়োজনে এ সময়ের আলোচিত নায়িকা পরীমনি প্রযোজিত প্রথম ছবি ‘ক্ষত’র মহরত করা হয়। এফডিসির ৭ নম্বর ফ্লোরে সেই মহরতে অনেকেই শুভেচ্ছা জানাতে এসেছিলেন তাঁকে। সেদিন মহরতের পাশাপাশি ‘ক্ষত’ ছবির পোস্টার উন্মোচন করা হয়। চলচ্চিত্র-সংশ্লিষ্টদের মতে, প্রযোজনার শুরুতেই হোঁচট খেয়েছেন পরীমনি। তা না হলে ঘোষণার এক মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত ছবির শুটিং শুরু করার কোনো খবর নেই কেন?

পরীমনি অভিনীত ও প্রযোজিত ছবি ‘ক্ষত’ পরিচালনা করার কথা ছিল শামীম আহমেদ রনির। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে পরিচালক, নায়িকা আর কলাকুশলীদের একটি দল সিলেটে শুটিংয়ের লোকেশন দেখতে যান। লোকেশন দেখা শেষে সংবাদমাধ্যমে নায়িকা ও প্রযোজক পরীমনি বলেন, শিগগিরই শুটিংয়ে যাবে তাঁর প্রথম ছবি। ১৪ এপ্রিল থেকে সিলেটের চা-বাগান আর পাহাড়ের আশপাশে শুটিং হবে।

আজ পরীমনি বলেন, ‘আমাদের শুটিং লোকেশন দেখা এখনো চূড়ান্ত হয়নি। চারটি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয়শিল্পী পাইনি। তা ছাড়া এই সময়টা বৃষ্টির। প্রথম প্রযোজনায় নেমে যদি অকারণ ক্ষতির মধ্যে পড়ি, তাহলে কেমনে কী! তাই সিদ্ধান্ত নিয়েছি অক্টোবরে ছবির শুটিং শুরু করব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। অভিনয়শিল্পী বাছাইয়ের কাজটা দ্রুত করে নিতে বলেছি পরিচালককে।’

‘ক্ষত’ ছবির পোস্টার
‘ক্ষত’ ছবির পোস্টার

শুরুর দিকে নাটকে অভিনয় করলেও ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান পরীমনি। একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মধ্য দিয়ে নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন। ছবির কাজের জন্য পরীমনি যতটা না আলোচিত, তার চেয়ে বেশি ছিলেন প্রেম-বিয়ে সংক্রান্ত ঘটনায়। এখন একজন সাংবাদিকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক চলছে বলে সংবাদমাধ্যমের কাছে স্বীকারও করেছেন পরীমনি। চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে পরীমনির সঙ্গে এই সাংবাদিককে যাওয়া-আসা করতে এবং সময় কাটাতে দেখা গেছে।

পরীমনি তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দিয়েছেন ‘সোনার তরী’। আর তাঁর প্রযোজিত প্রথম ছবির স্লোগান ‘প্রেম নয়, যন্ত্রণার গল্প’। ‘ক্ষত’ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘বাংলাদেশের মানুষ অন্য রকম একটা ছবি দেখতে পারবেন। কারণ ছবিটি ভালোবাসার কষ্ট দিয়ে পরিপূর্ণ। পুরো গল্পটা এখন বলব না। সত্যিই এমন গল্পের ছবি আগে কখনো হয়নি।’

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ভালো মানের ছবি উপহার দিতে চাই বাংলাদেশকে। যেহেতু আমার এই প্রতিষ্ঠানের নাম সোনার তরী মাল্টিমিডিয়া, তাই আশা রাখছি এ প্রতিষ্ঠানের প্রতিটি ছবিই সোনার অক্ষরে লেখা থাকবে।’

‘ক্ষত’ ছবিতে পরীমনির নায়ক হিসেবে অভিনয় করবেন জায়েদ খান।