কেমন আছেন বলিউড তারকা ইরফান খান?

ইরফান খান
ইরফান খান

বলিউড তারকা ইরফান খান কয়েক মাস ধরে জটিল রোগে ভুগছেন। যুক্তরাজ্যে তাঁর চিকিৎসা চলছে। শোনা যাচ্ছে, এখন তাঁর শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো। তবে চিকিৎসা এখনো চলছে। কয়েক দিনের জন্য হলেও তাঁর ভারতে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে।

অনেকেই জানেন, ইরফান খান স্নায়ুকোষের টিউমারে আক্রান্ত। গত মার্চ মাসে টুইটারে ইরফান নিজে তাঁর এই রোগের কথা জানান। তাঁর রোগের নাম ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’। গত ৬ মার্চ টুইটারে ইরফান খান লিখেছেন, তিনি বিরল রোগে আক্রান্ত! কিন্তু রোগটা কী, তখন তা তিনি জানাননি। এরপর তাঁর রোগ নিয়ে সংবাদমাধ্যমে নানা কথা শোনা যায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাঁর স্ত্রী সুতপা শিকদার অহেতুক গুজব না ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে ইরফানের জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন। তিনি আরও লেখেন, ‘আমার সবচেয়ে ভালো বন্ধু ও সঙ্গী একজন যোদ্ধা। ও খুব সুন্দরভাবে এবং দুর্দান্ত ভঙ্গিতে সব প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছে। আপনাদের খুদে বার্তার জবাব এবং ফোনকল নিতে না পারার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি সারা বিশ্ব থেকে সবার প্রার্থনা, উদ্বিগ্নতা ও শুভেচ্ছাবার্তা পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ।’

‘ব্ল্যাকমেল’ ছবিতে ইরফান খান
‘ব্ল্যাকমেল’ ছবিতে ইরফান খান

এরপর ইরফান নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অসুস্থতার কথা তুলে ধরেন। সবার শুভকামনা আর ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। এরপর কিছুদিন ইরফান তাঁর ভক্তদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। প্রায় দুই মাস পর গত বুধবার তিনি একটি টুইট করেন। সেখানে অবশ্য এই অভিনেতার শারীরিক অবস্থা বা অসুস্থতার কোনো কথা ছিল না। আসন্ন ছবি ‘কারওঁয়া’ নিয়েই শুধু কথা বলেছেন তিনি। টুইটে এই ছবির দুই তরুণ তারকা দালকির সালমান ও মিথিলা পার্কারকে শুভেচ্ছা জানান ইরফান।

‘কারওঁয়া’ মুক্তি পাবে আগামী ১০ আগস্ট। ছবির কলাকুশলীদের আশা, অল্প সময়ের জন্য হলেও ছবি মুক্তির আগে ইরফান তাঁদের সঙ্গে যুক্ত হতে পারবেন। এর আগে গত ৬ এপ্রিল মুক্তি পায় ইরফানের ছবি ‘ব্ল্যাকমেল’। ইরফান দেশে না থাকায় মূল অভিনেতাকে ছাড়াই চালাতে হয় ছবির প্রচারণা, যা নির্মাতাদের জন্য খুব সহজ ছিল না। বক্স অফিসেও তেমন ব্যবসা করতে পারেনি ছবিটি।

এদিকে নতুন ছবি ‘কারওঁয়া’তে এবারই প্রথম অভিনয় করছেন মালায়লাম নায়ক সালমান দালকির। বলিউডের সিনেমাপ্রেমীদের জন্য তিনি একেবারেই নতুন মুখ। নায়িকা মিথিলাও তেমন জনপ্রিয় নন। এই ছবির সবচেয়ে বড় শক্তিই ইরফান খান। তিনি ভারতের বাইরে। তাই এই ছবির সাফল্য নিয়ে কিছুটা দ্বিধা নির্মাতার মনে থাকা স্বাভাবিক। ‘কারওঁয়া’ ছবির পরিচালক আকর্ষ খুরানা বলেন, ‘আমরা এখন ইরফানের ফেরার অপেক্ষায় আছি। এই ছবিতে তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। তাঁর কাছ থেকে অবশ্য আমি এমন অভিনয়ই আশা করেছিলাম।’

‘কারওঁয়া’ ছবির পোস্টার
‘কারওঁয়া’ ছবির পোস্টার

ইরফানের অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, ‘কারওঁয়া’ ছবি তৈরির পর ইরফানকে দেখিয়েছিলাম। এর কয়েক দিন পরই তাঁর অসুখের কথা জানতে পারি। হুট করে তাঁর এই অসুস্থতার খবর আমাকে ভীষণ অবাক করে। রীতিমতো থমকে গিয়েছিলাম। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।

এদিকে অসুস্থ হওয়ার আগে বিশাল ভরদ্বাজের ‘স্বপ্না দিদি’ ছবিতে চুক্তিবদ্ধ হন ইরফান খান। এখানে তাঁর বিপরীতে নায়িকা হওয়ার কথা দীপিকা পাড়ুকোনের। ইরফান খানের দুরারোগ্য ব্যাধির খবর ছড়ানোর পর অনেকেই নতুন এই ছবির ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যান। এরপর পরিচালক বিশাল ভরদ্বাজ জানান, ইরফানকে নিয়েই শুরু করবেন তাঁর এই ছবির শুটিং, তবে অবশ্যই নায়ক সুস্থ হয়ে ফেরার পর। নায়িকা দীপিকাও তাঁকে সমর্থন জানান।

বিশাল তখন টুইটারে লিখেছেন, ‘ইরফান একজন যোদ্ধা। আমরা জানি, তিনি এই যুদ্ধ জিতেই ফিরবেন। এ জন্য দীপিকা পাড়ুকোন, ছবির প্রযোজক প্রেরণা ও প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিআর্জ এবং আমি ছবির কাজের নতুন শিডিউল করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমরা শুরু করব নতুন উদ্যমের সঙ্গে, যখন আমাদের যোদ্ধা (ইরফান খান) জয়ী হয়ে আমাদের মাঝে ফিরবেন।’

তবে পুরোপুরি ফিরতে ইরফানের আরও সময় লাগতে পারে। এর আগে প্রিয় এই অভিনেতাকে অল্প সময়ের জন্য হলেও কাছে পেতে চায় তাঁর ভক্ত ও সহকর্মীরা। ডেকান ক্রনিকল