দর্শকের সামনে প্রদর্শনের জন্য তৈরি 'কমলা রকেট'

কমলা রকেট-এ জয় রাজ ও মোশাররফ করিম
কমলা রকেট-এ জয় রাজ ও মোশাররফ করিম

‘কমলা রকেট’ ছবির শুটিং শুরু হয়েছিল গত বছর। এ বছরের প্রায় মাঝামাঝি এসে তরুণ নির্মাতা নূর ইমরান মিঠু জানালেন, ছবিটি এখন দর্শকের সামনে প্রদর্শনের জন্য তৈরি। এক বসায় রান্না হওয়ার মতো করেই নির্মাণকাজ শেষ করেছেন এই অভিনেতা ও পরিচালক। প্রথম ছবি হিসেবে ঝক্কিও যে একেবারে ছিল না, তা নয়। তবে সর্বশেষ খবর জানালেন সম্প্রতি। শুটিং, ডাবিং, সম্পাদনা শেষ করে সেন্সরও হয়ে গেছে চলচ্চিত্রটির।

প্রথম চলচ্চিত্র নিয়ে দারুণ উচ্ছ্বসিত ‘পিঁপড়াবিদ্যা’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা পরিচালক নূর ইমরান মিঠু। বললেন, ‘কেমন হয়েছে সেটা দর্শকের ওপর ছেড়ে দিলাম। তবে আমি চাই, হলে গিয়ে ছবিটি সবাই দেখুক। আমার প্রথম ছবি, চেষ্টা ছিল বাজেটের মধ্যে থেকে সেরা কাজটা করার।’

জানালেন, কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। নির্মাণের পর কয়েকবার দেখেও গেছেন কথাসাহিত্যিক শাহাদুজ্জামান। দেখার পর বাহবাও দিয়েছেন তিনি। বললেন, ‘তাঁর মতো মানুষের গল্প নিয়ে কাজ করা এবং তাঁকে দেখিয়ে শুভকামনা পাওয়া আমার জন্য বিরাট আনন্দের ব্যাপার।’

‘কমলা রকেট’ ছবির গল্প প্রসঙ্গে এই নির্মাতা বললেন, ‘জাহাজের নাম রকেট। সেই জাহাজে নিয়মিত সব প্যাসেঞ্জারের সঙ্গে উঠে পড়ে অনিয়মিত এক প্যাসেঞ্জার। এ যেন ছোট এক বাংলাদেশ। ক্লাসের রকমভেদে সবাই সবার থেকে আলাদা পোশাকের হলেও কাম, ক্ষুধা, শীত, গন্ধের মতো মৌলিক প্রশ্ন যখন সামনে এসে দাঁড়ায়, তখন এক এক করে শরীর থেকে খুলে পড়তে থাকে বানানো সব পোশাক। এটাই ছবির মূল বিষয়।’

‘কমলা রকেট’ ছবির পুরো শুটিংটাই হয়েছে পুরোনো আমলের একটা লঞ্চে। এ জন্য ঢাকা টু মোরেলগঞ্জে (বাগেরহাটের একটি থানা) বেশ কয়েকবার যাতায়াত করেছে এই লঞ্চে। তবে শুটিং ইউনিট নয়, পুরো লঞ্চের সাধারণ যাত্রীদের সঙ্গে মিলেমিশেই শুটিং করেছেন কমলা রকেট-এর অভিনয়শিল্পীরা।

ছবিটিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, জয় রাজ, সামিয়া সাঈদ, ডমিনিক গোমেজ, সেঁওতিসহ অনেকে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্রটি এ বছরের শেষ দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন পরিচালক নূর ইমরান মিঠু।