ক্ষমা চেয়েছেন 'সুপার হিরো' ছবির প্রযোজক তাপসী ঠাকুর

অস্ট্রেলিয়ায় সুপার হিরো ছবির শুটিংয়ে শাকিব খান ও বুবলী
অস্ট্রেলিয়ায় সুপার হিরো ছবির শুটিংয়ে শাকিব খান ও বুবলী

সরকারি অনুমতি না নিয়ে দেশের বাইরে ‘সুপার হিরো’ ছবির শুটিং করার ভুল স্বীকার করে নিলেন ছবির প্রযোজক তাপসী ঠাকুর। তথ্য মন্ত্রণালয়ের কাছে দেওয়া এক চিঠিতে তিনি ক্ষমা চেয়ে পরবর্তী শুটিংয়ের অনুমতি চেয়েছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিটের কর্ণধার হিসেবে ১৫ মে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) বরাবর এই চিঠি দেন প্রযোজক তাপসী। তবে এখনো অনুমতি বা কোনো জবাব তথ্য মন্ত্রণালয় থেকে পাননি তিনি।

এর আগে ৩ মে ছবিটি নিয়ে লিখিত অভিযোগ জানান প্রযোজনা প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজের কর্ণধার সেলিনা বেগম। তিনি সুপার হিরো ছবিটিকে সেন্সর সনদপত্র না দেওয়ার জন্য আবেদন জানান। আবেদনে তিনি উল্লেখ করেন, তাঁরা সরকারি নিয়মনীতি মেনে ভ্যাট, ট্যাক্স দিয়ে দেশের বাইরে শুটিং করেছেন। কিন্তু অবৈধভাবে গত ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ‘সুপার হিরো’ ছবির শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। তাঁর মতে, এতে ছবিটি সেন্সর সনদপত্র পাওয়ার যোগ্যতা হারিয়েছে।

এদিকে প্রযোজকের দেওয়া চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) শাহিন আরা বেগম বলেন, ‘চিঠি পেয়েছি। প্রযোজক দুঃখ প্রকাশ করে ঘটনা-উত্তর শুটিংয়ের অনুমতি চেয়েছেন। চিঠিটি ফাইল করে সচিব বরাবর পাঠিয়েছি।’

শুটিং শেষ হওয়ার পর শুটিং-উত্তর অনুমতি দেওয়া যায় কি না-এ ব্যাপারে শাহিন আরা বেগম বলেন, ‘সচিব চাইলেই অনুমতি দিতে পারেন। কেননা ছবিটিতে অনেক টাকা বিনিয়োগ হয়ে গেছে।’

তথ্যসচিব বরাবর চিঠি দেওয়ার সত্যতা জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তাপসী ঠাকুর বলেন, ‘দেশের বাইরে এটি আমার প্রযোজিত প্রথম ছবি। অনুমতির বিষয়টি আমি জানতাম না। দুঃখ প্রকাশ করে সরকারের সব নিয়ম মেনেই ঘটনা-উত্তর শুটিংয়ের অনুমতি চেয়েছি। আশা করছি, অনুমতি পাব।’

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ায় সুপার হিরো ছবির তিনটি গান ও কিছু দৃশ্যের শুটিং হয়। বাকি কাজ হয়েছে ঢাকায়। ছবিটি ঈদুল ফিতরে মুক্তির জোর প্রস্তুতি চলছে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী।