অনুষ্ঠানটি সম্ভবত আর উপস্থাপনা করব না : পিয়া

>

এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে ‘তারকাদের রান্নাঘর’ নামের একটি অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া। অনুষ্ঠান উপস্থাপনা ও সমসাময়িক কাজ নিয়ে কথা হলো তাঁর সঙ্গে।

জান্নাতুল পিয়া
জান্নাতুল পিয়া

রমজান মাসের শুরু থেকে একটি রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করছেন। অভিজ্ঞতা কেমন?
এটাকে ঠিক রান্নার অনুষ্ঠান বলা যাবে না। এটা একটা অন্য রকম অনুষ্ঠান। এখানে একজন তারকা, একটি সুবিধাবঞ্চিত শিশু উপস্থিত থাকে, তারপর তাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাও করা হয়। এ অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হলো অভিনেত্রী মৌসুমী ও সংগীতশিল্পী মমতাজের উপস্থিতি। তবে অনুষ্ঠানটি আমি সম্ভবত আর উপস্থাপনা করব না। কিছু জটিলতা দেখা দিয়েছে।

মডেলিংয়ের অভিজ্ঞতা থাকলেও উপস্থাপনা তো খুব বেশি করেননি...
আসলেই এটা নতুন অভিজ্ঞতা। আগে কিছু উপস্থাপনা করলেও এ ধরনের অনুষ্ঠান করিনি।

আপনি তো সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিতে দেশের বাইরে গিয়েছিলেন।
হ্যাঁ, দেশের বাইরের দুটি প্রতিষ্ঠানের পোশাকের ফটোশুটে অংশ নিতে দেশের বাইরে গিয়েছিলাম। চারটি দেশে ফটোশুটটা হয়েছে।

কিছুদিন আগে আইন পেশার সঙ্গে যুক্ত হলেন। কেমন চলছে?
খুব ভালো চলছে। মামলা পাচ্ছি। আসলে কোথাও গেলে সবাই চেনে তো। এটা একটা সুবিধা। সবাই দেখে যে কাজও করছি এবং মডেলিংও করছি। এ কারণে যেখানেই যাই, সেখানেই সবাই খুব সম্মান করে।

কিন্তু আপনাকে অভিনয়ে কম দেখা যাচ্ছে।
আসলে কী বলব। গতকালও একটি সিনেমা নিয়ে কথা হলো। কিন্তু আগ্রহ পেলাম না। আমার কী মনে হয় জানেন, এই সময়ে এসে যদি ঠিকঠাক সিনেমাটা না করি, তাহলে গালি খাব। যদি করতে হয় ঠিকঠাক করতে চাই।

আপনার স্বামী ফারুক হাসান অভিনয় শুরু করলে নায়িকা হিসেবে কাকে নিতে অনুরোধ করবেন?
সবার আগে আমি। যদি না হয় তাহলে বিদ্যা সিনহা মিম।

এই মুহূর্তে চলচ্চিত্রে অভিনয় করতে গেলে নায়ক হিসেবে কাকে চান?
এই মুহূর্তে যিনি সবচেয়ে বেশি হিট তাঁকে। শাকিব খান।

আপনার স্বামী আপনাকে কী নামে ডাকে?
আগে ডাকত ‘ইয়াইয়া’ বলে। এখন ডাকে ‘রুপাই’ নামে।