রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেসবুক লাইভে প্রিয়াঙ্কা চোপড়া

ফেসবুক লাইভে প্রিয়াঙ্কা চোপড়া
ফেসবুক লাইভে প্রিয়াঙ্কা চোপড়া

জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হয়ে গত সোমবার বাংলাদেশে আসেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ঢাকায় ঘণ্টা তিনেক থেকেই তিনি চলে যান কক্সবাজারে রোহিঙ্গাদের অস্থায়ী শরণার্থীশিবিরে। আজ বৃহস্পতিবার তিনি ঢাকা ফিরছেন। ঢাকায় রওনা হওয়ার আগে কক্সবাজারের কুতুপালং শরণার্থীশিবির থেকে ফেসবুক লাইভে আসেন প্রিয়াঙ্কা চোপড়া।

রোহিঙ্গা শিশুদের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া
রোহিঙ্গা শিশুদের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া

কুতুপালং শরণার্থীশিবিরে ইউনিসেফ পরিচালিত একটি স্কুল থেকে আজ সকালে লাইভে আসেন প্রিয়াঙ্কা। সেখানে গিয়ে রোহিঙ্গা শিশুদের তিনি বাংলায় জিজ্ঞেস করেন, ‘কেমন আছো?’ এরপর তিনি শিশুদের আঁকা ছবি দেখেন, তাদের সঙ্গে কয়েক মুহূর্ত সময় কাটান।

রোহিঙ্গা নারীদের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া
রোহিঙ্গা নারীদের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া

লাইভে এসে রোহিঙ্গা শিবিরে শিশুদের থাকার জায়গা আর বিশুদ্ধ পানির সংকটের কথা তুলে ধরেন এই নায়িকা। প্রিয়াঙ্কা মনে করেন, এই শিশুদের জন্য সমাজ ও বিশ্বের বিভিন্ন দেশের অনেক কিছু করার আছে। পুরো সফরে এই দিকে তিনি বিশেষ জোর দিয়েছেন। লাইভে এসে টুইটারে কয়েকজনের প্রশ্নের জবাব দেন প্রিয়াঙ্কা। সেখানে একজন এই অভিনেত্রীর কাছে জানতে চান, ‘রোহিঙ্গা এই শিশুদের কাছ থেকে আপনি কী শিখেছেন?’ প্রিয়াঙ্কা বলেন, ‘রোহিঙ্গা শিশুরা পড়াশোনা করতে চায়। তাদের পড়ার প্রতি যে আগ্রহ, সেটা আমি পৃথিবীর অন্য প্রান্তের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও দেখেছি। আর শিশুদের এই বিষয়ই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।’

এক রোহিঙ্গা শিশুকে আদর করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ইউনিসেফের ফেসবুক পেজ থেকে নেওয়া
এক রোহিঙ্গা শিশুকে আদর করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ইউনিসেফের ফেসবুক পেজ থেকে নেওয়া

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘এই শিশুদের কাছে আমি কিছুই না। ওদের সঙ্গে কাটানো সময়গুলো আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে।’

আট মাসের ছোট্ট এক রোহিঙ্গা শিশুকে নিয়ে প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন
আট মাসের ছোট্ট এক রোহিঙ্গা শিশুকে নিয়ে প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন

এই শিশুদের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো পরিমাণই সামান্য নয়। আপনারা যা পারেন, যতটুকু পারেন, সেটি নিয়েই এই শিশুদের সাহায্যে এগিয়ে আসুন।’

আজ সন্ধ্যায় ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রিয়াঙ্কা চোপড়া।