টিভিতে নজরুলজয়ন্তী

কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম

আজ ১১ জ্যৈষ্ঠ। কাজী নজরুল ইসলামের জন্মদিন। নজরুলকে নিয়ে টিভি-চ্যানেলগুলো আয়োজন করেছে নানা অনুষ্ঠান।

চ্যানেল আই
সকাল সাড়ে ৭টায় সরাসরি গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। বেলা ১১টা ৫ মিনিটে নজরুল বিষয়ে ফোনালাপ ‘সরাসরি নজরুল’। বেলা ২টা ৪৫ মিনিটে বিশেষ টেলিছবি মায়াবতী। অভিনয়ে হিমি, নাঈম প্রমুখ। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান ‘বাগিচায় বুলবুলি তুই’।

মাছরাঙা টেলিভিশন
সকাল ৯টায় মুস্তাফা মনোয়ারের পাপেট শো। আজকের গল্প ‘খুকি ও কাঠবিড়ালি’ ও ‘লিচু চোর’। বেলা আড়াইটায় বিশেষ অনুষ্ঠান ‘গানে ও কবিতায় নজরুল’। সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ নাটক রাক্ষুসী। অভিনয়ে শাহাদাত, শর্মীমালা।

বাংলাভিশন
সকাল ৭টায় নাটিকা শিল্পী। ৯টা ৫ মিনিটে নাটক মরণ পথের যাত্রী। দুপুর ১২টা ৫ মিনিটে অনুষ্ঠান ‘আমাদের প্রাণের নজরুল’।

এনটিভি
সকাল ৮টা ৪৫ মিনিটে ‘ছুটির দিনের গান’-এর বিশেষ পর্ব। বেলা সাড়ে ১১টায় স্কুলভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘টিফিনের ফাঁকে’র বিশেষ পর্ব। বুলবুল ললিতকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের পর্বটি সাজানো হয়েছে। বেলা ২টা ৩৫ মিনিটে নাটক তোমার পথের ধূলিতে। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, মাজনুন মিজান, শাহেদ আলী। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তথ্যমূলক অনুষ্ঠান ‘উদ্দীপন’-এর বিশেষ পর্ব। এবারের পর্বটি নজরুলকে নিয়ে, নাম ‘আমারে দেব না ভুলিতে’। রাত ৯টা ৫ মিনিটে বিশেষ নাটক মহুয়ার মায়া। অভিনয়ে ইন্তেখাব দিনার, সুমাইয়া শিমু। রাত ১০টায় কবিতালেখ্য ‘প্রেমিক অথবা বিপ্লবী’।

আরটিভি
সকাল ৮টায় বিশেষ অনুষ্ঠান ‘তোমারে দেব না ভুলিতে’। রাত ৮টা ১০ মিনিটে বিশেষ নাটক বনের পাপিয়া। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সানজিদা প্রীতি।

এটিএন বাংলা
সকাল ৮টায় ‘আজ সকালের গান’ (নজরুলসংগীত)। সাড়ে ৮টায় শিশুতোষ অনুষ্ঠান ‘ভোর হলো দোর খোল’। সাড়ে ৯টায় কবিতার অনুষ্ঠান ‘সঞ্চিতার শব্দাবলি’। সাড়ে ১০টায় বিশেষ নৃত্যানুষ্ঠান ‘বলবীর’। বেলা ১১টায় বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘আমার গানের মালা’। রাত ৮টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাঁদের মুকুরে’। ৯টায় নাটক বিদ্রোহী। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, রওনক হাসান। ১১টায় চলচ্চিত্র রাক্ষুসী।

দুরন্ত টিভি
বিকেল ৫টায় গান শেখার অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’-এর বিশেষ পর্ব। ‘মোমের পুতুল মোমের দেশের মেয়ে’ গানটি শেখানো হবে। রাত ১০টায় বিশেষ নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’। শিশুদের কণ্ঠে নজরুলের কবিতা আবৃত্তি ও নজরুলবিষয়ক কথামালা প্রচারিত হবে সারা দিন বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে।