জয়ের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুলেছেন লোপামুদ্রা

জয় সরকার ও লোপামুদ্রা মিত্র
জয় সরকার ও লোপামুদ্রা মিত্র

‘কে বলেছে আমাদের ডিভোর্স হয়েছে? পুরোটাই মিথ্যা। আমরা একসঙ্গে আছি।’ বললেন জনপ্রিয় সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র। স্বামী সুরকার, সংগীত পরিচালক ও সংগীতশিল্পী জয় সরকারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি খবর জানা যায় সম্প্রতি। এরপর ভারতের সংবাদমাধ্যমকে বললেন লোপামুদ্রা মিত্র। তিনি বলেন, ‘পুরোটাই গুজব।’

এ ধরনের গুজব রটার কারণ কী? লোপামুদ্রা মিত্র বলেন, ‘মাঝে জয় আর আমার সঙ্গে গিটার বাজাচ্ছিল না। তখন কিছু লোক মনে করেছিল, আমাদের বুঝি ডিভোর্স হয়েছে! গুজব রটে যাওয়ার আরও একটা কারণ হলো, আমি খুব ঝগড়াটে। জয়ের সঙ্গে প্রকাশ্যে ঝগড়া করি। জয়ের সঙ্গে কাজ করতে গেলেই ঝগড়া হয়! আমাদের দুজনেরই ইগো কনফ্লিক্ট ভীষণ!’

জানা গেছে, জয় সরকার এখন গানে সুর দেওয়া আর সংগীত পরিচালনার কাজ করছেন। লোপামুদ্রা মিত্র বললেন, ‘জয়কে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করার দিকে আমিই ঠেলেছিলাম। কত দিন শুধু আমার সঙ্গেই গিটার বাজাবে। ও খুব মেধাবী!’

লোপামুদ্রা মিত্র ও জয় সরকার
লোপামুদ্রা মিত্র ও জয় সরকার

ভারতে বাংলা গানের এ সময়ের জনপ্রিয় প্রায় সব কণ্ঠশিল্পী চলচ্চিত্রে গান করছেন। সেখানে লোপামুদ্রা মিত্র জানান, প্লেব্যাক করার ব্যাপারে তাঁর প্রচণ্ড উৎসাহ নেই। নতুন গানের ব্যাপারে বললেন, ‘এ বছর চারটি গান রিলিজ করব। অ্যালবাম করব কি না, জানি না। হয়তো অনলাইনেই ছাড়ব। শ্রীকান্ত আচার্য, জয় সরকার সুর করছেন। এগুলো কিন্তু একটু আগের দিকে বানানো গান। শ্রীকান্তর গানটা ফেলে রাখতে চাই না। কারণ, এত সুন্দর গান, যে-কেউ রেকর্ড করে ফেলত। আর জয়কে বলেছি, আমার গানটা অন্য কাউকে দিলে গুলি করে দেব!’

এ সময়ের বাংলা সিনেমার গান নিয়ে বললেন, ‘এখন সিনেমার গান আর বেসিক গানের কথা-সুরে তেমন পার্থক্য নেই। কারণ, সিনেমায় এখন একচ্ছত্র অধিপতি শ্রীজাত। ফলে বাংলা গানে আধুনিক কবিতার ছাপ থাকবেই। এই প্রজন্মের মধ্যে কোথাও না কোথাও কবির সুমন, নচিকেতা, অঞ্জন দত্তের প্রভাব রয়েছে। ওগুলো তো বেসিক গানই। সেগুলো শুনে এই প্রজন্ম বড় হয়েছে। সিনেমায় তারই প্রতিফলন ঘটছে।’