ওই ঘটনার পর আপাতত নতুন কাজ করছি না: প্রসূন আজাদ

প্রসূন আজাদ
প্রসূন আজাদ


সম্প্রতি নেত্রকোনার বিরিশিরিতে একটি শুটিং স্পটে অপ্রীতিকর এক ঘটনার মুখোমুখি হন অভিনয়শিল্পী প্রসূন আজাদশ্যামল মাওলা। ঈদের নাটকের শুটিং করার জন্য সেখানে গিয়েছিলেন তাঁরা। আসলে কী ঘটেছিল সেদিন? প্রথম আলোর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন প্রসূন আজাদ

সেদিন আসলে কী ঘটেছিল?
আমরা একটা ঈদের নাটকের শুটিং শেষ করে ঢাকায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সবকিছু গুছিয়ে অটোরিকশায় বসেছি মাত্র। তখন চালকেরা জানান, গাড়ি যাবে না। এই সময় অনেক লোক চলে আসেন। তারপর সেখান থেকে আমাদের স্থানীয় শ্রমিক ইউনিয়ন অফিসে নিয়ে যাওয়া হয়। জানান তাঁদের পাওনা বাকি। সেটা না দিলে কাউকে যেতে দেবেন না তাঁরা। পরে পুলিশ আসে রাত দুইটার দিকে। তারা এসে আমাদের হোটেলে পাঠিয়ে দেয়। পরদিন সব ঝামেলা মেটানোর পর আমরা ঢাকায় ফিরি।

ওই সময় পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেননি?
আমি অনেকবার পরিচালক আজাদ কালামকে ফোন দিয়েছিলাম। কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল। পরে আমি জরুরি নম্বর ৯৯৯-এ কল দিয়েছিলাম। তারপর পুলিশ এসে বিষয়টি সমাধান করে। আমিও ঢাকায় চলে আসি।

পরে পরিচালকের সঙ্গে কথা হয়েছে?
পরে আর কথা হয়নি। তবে ঘটনার পরদিন তিনি দুঃখ প্রকাশ করে একটা খুদে বার্তা পাঠিয়েছেন। সমস্যা কী হয়েছিল, জানা হয়নি।

নাটকের শুটিংটা কেমন হয়েছে?
খুবই ভালো হয়েছে। গল্প, লোকেশন, চরিত্র-সব মিলিয়ে অনেক সুন্দর কাজ। আর এই নির্মাতার সঙ্গে আমার আগেও কাজ করার অভিজ্ঞতা হয়েছে। নাটকের নাম মেঘ মায়া। সেখানে আমি একজন পাহাড়ি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। বলতে পারেন পাহাড়ি মেয়ে, পুলিশ অফিসার ও ডাকাতের গল্প।

আপনি কি এ ধরনের ঝামেলায় বেশি পড়েন?
তাই তো মনে হচ্ছে। আমার মনে হয়, সৃষ্টিকর্তা আমাকে বেশি ভালোবাসেন। তাই এ ধরনের ঝামেলায় ফেলে উনি পরীক্ষা করেন।

ঈদের কাজের কেমন চাপ যাচ্ছে?
বেশ কয়েকটা করেছি। কিন্তু ওই ঘটনার পর আপাতত নতুন করে কাজ করছি না। একটা ধকল গেছে। তাই বিশ্রাম নিচ্ছি কদিন।

এই মুহূর্তে চলচ্চিত্রে অভিনয়ের ডাক পেলে কার সঙ্গে অভিনয় করতে চান? শাকিব খান, কাজী মারুফ নাকি সায়মন সাদিক?
তিনজনই ভালো অভিনেতা। তবে শুরুতে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে চাই।

জিম্মি হলে সবার আগে কাকে ফোন করেন?
আমার আব্বুকে।

‘সর্বনাশা ইয়াবা’ ছবির সিক্যুয়েল নির্মাণ হলে আবার অভিনয় করতে চান?
হ্যাঁ, আমাকে ডাকলে অভিনয় করতে চাই।