আজ ঘুম দিবস!

সজল । ছবি: ফেসবুক থেকে নেওয়া
সজল । ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘আজ আমার ঘুম দিবস। অনেক ঘুম জমা হয়ে আছে। এখন শুধু ঘুম। এই কদিন ঘুমিয়ে পুরো এক মাসের ঘুম পুষিয়ে নিতে হবে।’ বললেন সজল, ছোট পর্দার জনপ্রিয় তারকা। আজ শনিবার দুপুরে কথা হয় তাঁর সঙ্গে। জানালেন, সকাল সাতটায় ঈদের নামাজ আদায় করেছেন। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন বাবা। এরপর বাসায় ফিরে ঘুম দিয়েছেন। টানা তিন ঘণ্টা ঘুম।

কী এত কাজ করছেন যে ঘুমাতেই পারেননি? সজল বলেন, ‘গত দুই মাস ছিল নাটকের টানা শুটিং। আর গত এক মাস শুটিং থেকে ফিরেছি অনেক রাতে। এরপর সাহ্‌রি, ফজরের নামাজ। ঘুমাতে গিয়েছি ভোররাত সাড়ে চারটায়। সকাল সাড়ে ১০টার মধ্যে শুটিংয়ে পৌঁছাতে হবে। তাই সকাল সাড়ে আটটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি। দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে হয়েছে। গড়ে প্রতিদিন চার ঘণ্টা ঘুমিয়েছি। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, কেন বলেছি অনেক ঘুম জমা হয়ে আছে।’

ঈদের দিনটা ঘুমিয়ে কাটিয়ে দেবেন? সজল বলেন, ‘দুপুরের খাবার খেয়ে আবার ঘুমাব। সন্ধ্যায় ঘুম থেকে ওঠে যাব পুরান ঢাকায়, নানুর বাসায়। সেখানে আত্মীয়স্বজনদের সঙ্গে কাটাব। তবে ঈদ সেলিব্রেট করব আগামীকাল রোববার আর পরশু সোমবার। আমার বন্ধুদের তিনটা গ্রুপ আছে—স্কুল, ঢাকা কলেজ আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আগামীকাল ঢাকা কলেজ আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে থাকব আর পরশু থাকব আমার মিডিয়ার সহকর্মীদের সঙ্গে।’

এবার ঈদে কতগুলো নাটকে অভিনয় করেছেন? ‘সংখ্যা বলতে পারব না। আর বলা ঠিক হবে না। একবার তো প্রথম আলোতে সংখ্যা বলে ভীষণ বিপদে পড়েছিলাম। নানাজন নানা কথা বলেছে। আসলে আমি তো সারা বছরই কাজ করি। সব কটিই নাটক, নয়তো টেলিছবি। অনেকেই তখন ঈদের জন্য আলাদা করে কিছু কাজ রেখে দেন। আবার ঈদের জন্যও কাজ করি। কিছু কাজ হয়তো আগের বছর করেছিলাম, সেগুলো এবার ঈদে যাচ্ছে। সব মিলিয়ে সংখ্যাটা বড় হয়ে যায়। সংখ্যা বাড়ানোর জন্য কাজ করি, তা কিন্তু নয়। গতকাল শুক্রবার চাঁদরাতেই আমার তিনটা নাটক প্রচারিত হয়েছে।’ বললেন সজল।