রিয়ানা চোর!

বিভিন্ন পার্টি ও নাইট ক্লাব থেকে ওয়াইনের গ্লাস হাতে বেরিয়ে আসেন রিয়ানা
বিভিন্ন পার্টি ও নাইট ক্লাব থেকে ওয়াইনের গ্লাস হাতে বেরিয়ে আসেন রিয়ানা

চলচ্চিত্র ও সংগীত তারকা রিয়ানা চুরি করেছেন। আর এই অপরাধ একবার নয়, তিনি বারবার করেছেন। গত বৃহস্পতিবার রাতে বিবিসি ওয়ানের ‘দ্য গ্রাহাম নর্টন শো’তে এমনটাই জানালেন অনুষ্ঠানটির সঞ্চালক গ্রাহাম নর্টন। এ সময় তাঁর সামনে বসেছিলেন রিয়ানা। সঞ্চালক রিয়ানার এই অপরাধের কথা বলেন, আর সেই অপরাধের একের পর এক ছবি দেখিয়ে তাঁকে অপ্রস্তুত করে দেন। রিয়ানা কী বলবেন, বুঝে উঠতে পারছিলেন না। তিনি বিব্রত হন এবং লজ্জা পান। নিজের অস্বস্তি আড়াল করতে প্রশ্ন করে বসেন, ‘আমার মা এই দৃশ্যগুলো দেখতে পাবেন?’ তাঁর পাশে আরও বসে ছিলেন জনপ্রিয় হলিউড তারকা স্যান্ড্রা বুলক, কেট ব্ল্যানশেট, সারা পলসন ও হেলেনা বনহ্যাম-কার্টার। ‘ওশানস এইট’ ছবির প্রচারের জন্য এ অনুষ্ঠানে যান তাঁরা। ৮ জুন ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে।

‘দ্য গ্রাহাম নর্টন শো’তে অপ্রস্তুত রিয়ানা
‘দ্য গ্রাহাম নর্টন শো’তে অপ্রস্তুত রিয়ানা

‘দ্য গ্রাহাম নর্টন শো’তে সঞ্চালক গ্রাহাম নর্টন মনিটরে রিয়ানার কিছু ছবি দেখান। সেই ছবিগুলোতে দেখা যায়, রিয়ানা বিভিন্ন পার্টি আর নাইট ক্লাব থেকে বেরিয়ে আসছেন, আর তাঁর হাতে ওয়াইনের গ্লাস। প্রতিটি ছবিতেই দেখা গেছে, তিনি ওয়াইনের গ্লাস নিয়েই চলে এসেছেন। ক্যামেরায় বারবার ধরা পড়েছে তাঁর এই চুরি। গ্রাহাম নর্টন এই ছবিগুলো দেখিয়ে রিয়ানাকে প্রশ্ন করেন, এই গ্লাসগুলো সঙ্গে আনার জন্য সেসব পার্টি কিংবা নাইট ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে আপনি অনুমতি নিয়েছেন? এর কোনো উত্তর দিতে পারেননি বিশ্বখ্যাত এই সংগীত তারকা। শুধু গ্লাস নয়, ওয়াইনের বোতল নিয়েও রিয়ানার বেরিয়ে আসার ছবি দেখানো হয় এখানে।

অনুষ্ঠানে স্যান্ড্রা বুলক, কেট ব্ল্যানশেট, সারা পলসন, রিয়ানা ও হেলেনা বনহ্যাম-কার্টার
অনুষ্ঠানে স্যান্ড্রা বুলক, কেট ব্ল্যানশেট, সারা পলসন, রিয়ানা ও হেলেনা বনহ্যাম-কার্টার

ছবি দেখানোর মাঝে রিয়ানা বলেন, একবার এক হোটেল থেকে নেওয়া গ্লাস ফেরত দিয়েছেন তিনি। তাঁর এই কাতর স্বীকারোক্তি থামাতে পারেনি গ্রাহাম নর্টনকে। অনুষ্ঠানে তিনি দাবি করেন, রিয়ানার মধ্যে অপরাধপ্রবণতা রয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া স্যান্ড্রা বুলক, কেট ব্ল্যানশেট, সারা পলসন আর হেলেনা বনহ্যাম-কার্টারকে রিয়ানার ব্যাপারে সতর্ক করে দেন গ্রাহাম নর্টন।

গ্রাহাম নর্টন
গ্রাহাম নর্টন

সঞ্চালক গ্রাহাম নর্টন রিয়ানাকে চোর বললেও চিকিৎসাবিজ্ঞান এর পেছনে কোনো অপরাধপ্রবণতা খুঁজে পায় না। চিকিৎসকদের মতে, এটা রিয়ানার অভ্যাস, আর তা মানসিক অসুখের পর্যায়ে পৌঁছে গেছে। এ সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা নিজের অবচেতনে যেকোনো জিনিস হাতে করে নিয়ে আসেন। অনেক ক্ষেত্রে বিশেষ কিছুর প্রতি আসক্তি থাকে। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির অর্থনৈতিক অনটনের কোনো সম্পর্ক থাকে না। গ্ল্যামার, বিবিসি

রিয়ানার গ্লাস নিয়ে বেরিয়ে আসার ছবি দেখান গ্রাহাম নর্টন
রিয়ানার গ্লাস নিয়ে বেরিয়ে আসার ছবি দেখান গ্রাহাম নর্টন