একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন তাহসান

‘যদি একদিন’ ছবির শুটিংয়ের ফাঁকে তাহসান ও শ্রাবন্তী
‘যদি একদিন’ ছবির শুটিংয়ের ফাঁকে তাহসান ও শ্রাবন্তী

ছবির আর মাত্র তিন দিনের শুটিং বাকি আছে। তার আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বেঙ্গল স্টুডিওতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ ছবির শিল্পী আর কলাকুশলীদের নিয়ে আয়োজন করা হয় মিলনমেলা। এই অনুষ্ঠানে ছবির নায়ক তাহসান বললেন, ‘এই ছবি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। “যদি একদিন” দর্শকদের ভালো কিছু উপহার দেবে। এই ছবির কথা দর্শক মনে রাখবে।’

এ বছর জানুয়ারি মাসে ‘যদি একদিন’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর প্রথম আলোকে তাহসান বলেন, ‘এটি এমন একটি ছবি, যা আমি চাই।’

পাঁচ মাস পর এসে তাহসানের কথায় বিষয়টি আরও স্পষ্ট হলো। তাহসানকে সাধারণত কোনো কাজ নিয়ে এতটা তৃপ্তির ঢেকুর তুলতে দেখা যায়নি। কাজটি করে তাহসান এতটাই সন্তুষ্ট যে সংবাদ সম্মেলনে বলেই ফেললেন, ‘জীবনে যদি একটা ছবিতে অভিনয় করতাম, তবে সেটা “যদি একদিন” হওয়ার কথা ছিল। ছবির শুটিং শুরুর আগে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, কেমন হবে। আমি বলতে গড়িমসি করেছি। ছবির কাজ এখন প্রায় শেষ দিকে। গানের ক্ষেত্রে অবশ্যই যথেষ্ট আবেগ কাজ করে, মানসিকভাবে যুক্ত হতে হয়। এই ছবিতে অভিনয় করতে এসে আমি মানসিকভাবে যুক্ত হয়ে পড়েছি। অভিনয়ে এর আগে কখনো একটা আবেগ কাজ করেনি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের একটি এই ছবি।’

গানের পাশাপাশি অভিনয়েও তাহসান সমান জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চেয়েছেন অনেক নির্মাতা। কিন্তু আর কারও সঙ্গে তাহসানের ব্যাটে-বলে হয়নি। শেষ পর্যন্ত সফল হলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তাহসানকে নিয়ে তিনি তৈরি করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তাহসান বললেন, ‘ছবিতে অভিনয়ের প্রস্তাব অনেক পেয়েছি, কিন্তু গতানুগতিক নায়ক হয়ে বড় পর্দায় আসতে চাইনি। ভালো মানের গল্প খুঁজেছি, যা আমার সঙ্গে মানানসই। এই ছবির গল্পটা অসাধারণ। আমরা যে ধরনের ছবি দেখে ভালো লাগার কথা জানাই, এটি তেমনই। শুধু তা-ই নয়, আমার ভক্তরা যে ধরনের গল্পের ছবি দেখে অভ্যস্ত, এটি ঠিক তাই। বড় পর্দার চমৎকার গল্প। অভিনয়ের পাশাপাশি ভক্তদের জন্য ছবিতে আমার গাওয়া গানও থাকবে।’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে তাহসান ছাড়া আরও অভিনয় করেছেন শ্রাবন্তী, তাসকিন রহমান, সাবেরী আলম, ফখরুল বাশার, মিলি বাশার, আফরিন, সুজাত শিমুল, আনন্দ খালেদ প্রমুখ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আফরীন শিখা। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিব, ছবির নায়িকা শ্রাবন্তী, আরেক নায়ক তাসকিন রহমান।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই ছবিতে গান গেয়েছেন তাহসান, ইমরান, কোনাল, হৃদয় খান ও পড়শি। গানের সুর ও সংগীত পরিচালনা এবং ছবির আবহসংগীত করেছেন নাভেদ পারভেজ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প থেকে এই ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও আসাদ জামান।

‘যদি একদিন’ ছবির মিলনমেলা অনুষ্ঠানে শুভকামনা জানাতে আসেন বরেণ্য অভিনেতা ফারুক, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, চিত্রনায়ক রোশান, পরিচালক সোহানুর রহমান সোহান, এস এ হক অলীক, জাকির হোসেন রাজু, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদসহ অনেকে।