তবে কি ক্যাটরিনা?

ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

‘ভারত’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এতেই বলিউডজুড়ে বেশ হট্টগোল পড়ে গেছে। এমনিতেই এটি বড় বাজেটের প্রকল্প, তার ওপর আছেন ‘ভাইজান’ সালমান খান। তাই প্রিয়াঙ্কার সেই শূন্যস্থান পূরণ করবেন কোন নায়িকা, এ নিয়ে অনেকের মনেই এখন দ্বিধা ও সংশয়। একেক সময় শোনা যাচ্ছে একেক রকম নাম। গত শনিবার পর্যন্ত দীপিকার কথা শোনা যাচ্ছিল। গতকাল থেকে শূন্যস্থান পূরণের জন্য শোনা যাচ্ছে ক্যাটরিনা কাইফের নাম।

সালমান খানের বিপরীতে বড় বাজেটের ছবি ‘ভারত’-এ কাজ করার প্রস্তাবটি লোভনীয়ই বটে। বলিউডের প্রথম সারির অনেক নায়িকার নাম তাই গুঞ্জন হয়ে বলিউডে ভেসে বেড়াচ্ছে। দীপিকা থেকে জ্যাকুলিন ফার্নান্দেজ, কারিনা কাপুর আছেন সম্ভাব্য নায়িকার সেই তালিকায়। তবে গতকাল থেকে ক্যাটরিনা কাইফের নাম খুব বেশি উঠে এসেছে নানা আলোচনায়।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএকে ‘ভারত’ ছবির একটি সূত্র বলছে, ক্যাটরিনা কাইফেরই কাজ করার জোর খবর শোনা যাচ্ছে। কারণ, ‘দ্য ব্যাং’ ট্যুরের কল্যাণে ক্যাটরিনার সঙ্গে ‘ভাইজান’ সাল্লুর সম্পর্ক এখন বেশ ভালো। তা ছাড়া কিছুদিন আগেই ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিও তো করলেন একসঙ্গে। সেই সুবাদে বক্স অফিসেও দুজনের রসায়ন বেশ আলো ছড়িয়েছে। অন্যদিকে ভারত ছবির প্রযোজক সাল্লুর বোন আলভিরা অগ্নিহোত্রি ও ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রির সঙ্গেও ক্যাটরিনার বেশ সুসম্পর্ক। ক্যাটরিনার সঙ্গে প্রযোজকদের সম্পর্ক এতই ভালো যে কোনো অনুষ্ঠানিকতারও নাকি প্রয়োজন নেই। কেবল ক্যাটরিনা কাইফের সঙ্গে মৌখিক কথা বলে শুটিংয়ের তারিখ নিয়ে নিলেই হবে।

‘ভারত’ ছবির পরিচালক আলী আব্বাস জাফরের সঙ্গেও ভালো সম্পর্ক ক্যাটরিনা কাইফের। ক্যাটের ঘনিষ্ঠ বন্ধুদের একজন পরিচালক আলী। তাই সবকিছু ঠিক থাকলে সালমান খান ও ক্যাটরিনা কাইফকে আবারও রুপালি পর্দায় দেখতে পাবেন দর্শকেরা। ছবিটি মুক্তি পাবে আগামী বছর ঈদুল আজহায়। হিন্দুস্তান টাইমস