সিনেমা হলে 'রাজাধিরাজ রাজ্জাক'

রাজ্জাক
রাজ্জাক

আজ ২১ আগস্ট নায়করাজ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর আগে আজকের এই দিনে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া পারিবারিকভাবে মৃত্যুবার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া রাজ্জাককে নিয়ে নির্মিত তথ্যচিত্র রাজাধিরাজ রাজ্জাক আজ বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। ৯০ মিনিট ব্যাপ্তির এই জীবনীভিত্তিক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এরই মধ্যে রাজাধিকার রাজ্জাক চ্যানেল আইতে প্রচারিত হয়েছে। আজ বেলা আড়াইটায় এটি আবারও প্রচার করার কথা রয়েছে। জানা গেছে, রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এই তথ্যচিত্রটি নির্মাণে হাত দেন। রাজ্জাকের দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণের পাশাপাশি একসময়ে তাঁর কলকাতায় বেড়ে ওঠা, সেখানে অবস্থানরত জীবিত নিকটাত্মীয় ও ওই মহল্লার বন্ধুবান্ধবের স্মৃতিচারণাসহ রাজ্জাকের কালজয়ী সিনেমার অংশ, গান এই তথ্যচিত্রে সংযোজন করা হয়েছে। এ ছাড়া রাজ্জাককে নিয়ে কথা বলেছেন তাঁর দীর্ঘ অভিনয়জীবনের সহশিল্পীরা, বিশেষ করে সুচন্দা, কবরী, ববিতা প্রমুখ।