ছবি ফাঁসের পর অবাক নায়ক!

পরিচালক রায়হান রাফী এখন কলকাতায়। সেখানে নিজের নতুন ছবি ‘দহন’-এর সম্পাদনা নিয়ে ব্যস্ত। কাজের ফাঁকে ইচ্ছে করেই একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পরিচালকের ফাঁস করে দেওয়া স্থিরচিত্র দেখে অবাক হন ছবির নায়ক সিয়াম আহমেদ। শুধু সিয়াম নন, যাঁরা এই স্থিরচিত্র দেখছেন, সবাই প্রশংসা করে বলছেন, ‘ওয়াও’! আজ শুক্রবার সকালে প্রথম আলোকে পরিচালক জানালেন, সবাইকে একটু চমকে দিতে এই ছবি ফেসবুকে দিয়েছেন তিনি।
ছোটপর্দার জনপ্রিয় তারকা সিয়ামের জীবনটা গত ঈদুল ফিতর থেকে একেবারে বদলে গেছে। এখন তিনি চিত্রনায়ক। এই পরিচয় সবার কাছে বড়। প্রথম ছবি ‘পোড়ামন ২’ দিয়ে ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা শাকিব খানের সঙ্গে প্রতিযোগিতা করেছেন। ‘পোড়ামন ২’ ছবির অভাবনীয় সাফল্য সিয়ামকে চমকে দেয়। এরই মধ্যে দ্বিতীয় সিনেমা ‘দহন’-এর শুটিং প্রায় শেষ করেছেন। বাকি আছে চারটি গানের শুটিং। এই গানগুলোর শুটিং শুরু হবে ৪ সেপ্টেম্বর। কাজ হবে ঢাকা আর সিলেটে।
২৩ আগস্ট থেকে কলকাতায় চলছে ‘দহন’ ছবির সম্পাদনার কাজ। পরিচালক রায়হান রাফী বলেন, ‘“পোড়ামন ২” ছবির সম্পাদনা যেখানে করেছিলাম, এই ছবির সম্পাদানাও সেখানেই হচ্ছে। ২ সেপ্টেম্বর দৃশ্যের সম্পাদনা কাজ শেষ হবে।’ এরপর ছবিটির ট্রেলার ছাড়ার পরিকল্পনা পরিচালকের।
ফেসবুকে স্থিরচিত্র প্রকাশিত হওয়ার পর সিয়াম এখন প্রশংসার বন্যায় ভাসছেন। অনেকেই ছবিটি শেয়ার করেছেন, তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। সিয়াম বললেন, ‘সত্যিই আমি জানতাম না। যাঁরা ছবিটি দেখছেন, ইতিবাচক মন্তব্য করছেন, এটা আমাকে অনেক বেশি উৎসাহ আর অনুপ্রেরণা দিচ্ছে। চলচ্চিত্রে আসার পর থেকে সবাই আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে। সবার ভালোবাসা আমাকে ভালো কাজে আরও মনোযোগী হতে সাহায্য করছে।’
নাটক আর মডেলিং থেকে সিনেমায় এসে বাজিমাত করেন সিয়াম। প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ তাঁকে এনে দেয় দারুণ জনপ্রিয়তা। এরপর তিনি কাজ করছেন ‘দহন’ ছবিতে। দুটি ছবিরই পরিচালক একজন। স্থিরচিত্রটি প্রসঙ্গে রায়হান রাফী বলেন, ‘যে সিয়ামকে আমরা ছবিতে দেখছি, এটা শুধু গেটআপের কারণে না, লাইট, সেট ডিজাইন, এমনকি অন্য সবকিছুর আয়োজনে তা সম্ভব হয়েছে।’
‘দহন’ সিনেমার সম্পাদনা করতে গিয়ে মুগ্ধ রায়হান রাফী। তিনি সিয়ামের কাজের প্রশংসা করে বলেন, ‘সিয়াম ভালো অভিনয় করেছেন। এবার তাঁর অভিনয় “পোড়ামন ২” ছবিকেও ছাড়িয়ে যাবে। অনেক পরিণত অভিনয় যাকে বলে, তা-ই আমরা পেয়েছি।’

রায়হান রাফী মনে করেন, ‘দহন’-এর পরের ছবিগুলোতে সিয়ামের অভিনয় আরও ভালো হবে। তিনি বলেন, ‘“দহন” ছবির শুটিংয়ের সময়ও সিয়াম বুঝতে পারেনি, দর্শকের রেসপন্স কী। প্রেক্ষাগৃহে দর্শক আসলে কী চায়। কখন হাততালি দেয়, কখন মন খারাপ করে। দর্শকের রেসপন্স বোঝার আগেই এই ছবির শুটিং হয়ে গেছে। তবে সিয়াম বুদ্ধিমান, অল্প সময়েই সে বুঝেছে দর্শক কী চায়? বাংলাদেশের সিনেমার দর্শক কোথায় হাসে, কোথায় কাঁদে—তা সিয়াম বুঝেছে। সামনে সে আরও ভালো করবে।’
জাজ মাল্টিমিডিয়া থেকে প্রথম আলোকে জানানো হয়, আগামী ৫ অক্টোবর ‘দহন’ ছবিটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠানটি। যদিও শুটিং শুরুর সময় বলা হয়েছিল, গত ঈদুল আজহায় ‘দহন’ মুক্তি দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
রায়হান রাফী বলেন, ‘সিনেমার মান খারাপ করে কোনো অবস্থায় মুক্তি দিতে চাই না। এই ছবিতে আমরা একটা সময়কে ধরার চেষ্টা করেছি। সত্যি ঘটনা অবলম্বনে যেহেতু ছবিটি বানাচ্ছি, এখানে অনেক ব্যাপার আছে। সিনেমা এমন একটা জিনিস, যা অনেক বছর পর্যন্ত টিকে থাকে। একবার মান খারাপ করে সিনেমা মুক্তি পেয়ে গেলে দর্শককে আর কিছুই বলতে পারব না। তবে এখন পর্যন্ত ছবিটি ৫ অক্টোবর মুক্তি পাবে, এটা নিশ্চিত।’
‘দহন’ ছবিতে সিয়ামের সঙ্গে জুটি হয়েছেন পূজা চেরি। তাঁরা দুজন একই পরিচালকের ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।