চীনে যাবে 'বেঙ্গলি বিউটি'

রাহশান নূর। ছবি: প্রথম আলো
রাহশান নূর। ছবি: প্রথম আলো

জুলাই মাসে একটিমাত্র হলে মুক্তি পেয়েছিল বাংলাদেশি ছবি ‘বেঙ্গলি বিউটি’। ২১ সেপ্টেম্বর এটি সারা দেশে একাধিক প্রেক্ষাগৃহে মুক্তির কথা আছে। ছবিটির পরিচালক ও অভিনেতা রাহশান নূর দিলেন আরও একটি সুখবর, আগামী বছর বেঙ্গলি বিউটি মুক্তি পাবে চীনে। রাহশান বলেন, সবকিছু ঠিক থাকলে এই প্রথম কোনো বাংলা ছবি চীনে মুক্তি পেতে যাচ্ছে।

গত শুক্রবার প্রথম আলো কার্যালয়ে রাহশান বলেন, এমনিতে চীনের চলচ্চিত্র বাজারে ছবি মুক্তি দেওয়াটা বেশ কঠিন। চীনা ছবির বাইরে সারা বছর তাঁরা কেবল ৩৬টি ছবি মুক্তি দেয়। তার মধ্যে হলিউডের ছবিই বেশি থাকে। বলিউডের মাত্র কয়েকটি ছবি চীনে মুক্তি পেয়েছে।

ব্যাপারটা কীভাবে সম্ভব হলো, জানতে চাইলে রাহশান বলেন, মার্কিন টেলিভিশন এনবিসিতে তাঁর একটি সাক্ষাৎকার দেখে চীনের আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়মন্ত্রী সাই দু ওয়েন তাঁকে চীনে আমন্ত্রণ জানান। চীনের ওয়াংঝু শহরে ৪ সেপ্টেম্বর এই সাক্ষাৎ হয়।

ছবিটি চীনা ভাষায় ডাব করে দেখানো হবে। চীনে ছবিটির শিরোনাম হবে মানজালা মেই নু। চীনের কোম্পানি জিনি মিডিয়া ছবিটির পরিবেশনার দায়িত্ব নিচ্ছে। কোম্পানিটির অধীনে প্রায় তিন হাজার সিনেমা হল রয়েছে। রাহশান বলেন, ‘আমি চাই চীনে বাংলাদেশি ছবির একটি বাজার তৈরি হোক।’

ছবিতে রাহশান নূরের বিপরীতে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া। বাংলাদেশ ছাড়া যুক্তরাষ্ট্রের ২০টি শহরে মুক্তি পেয়েছে বেঙ্গলি বিউটি।

এদিকে জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় ছবিটি এবার সারা দেশে বেশ কটি হলে মুক্তি দেওয়া হচ্ছে। রাহশান বলেন, ভবিষ্যতে ইংল্যান্ড, কানাডায় মুক্তি পাবে ছবিটি।