আইনি জটিলতায় পিছিয়ে গেল শপথ

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে বিজয়ী সভাপতি সালাহউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলীক
ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে বিজয়ী সভাপতি সালাহউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলীক

ভোট গণনায় সন্দেহ প্রকাশ করে ছোট পর্দার চার নির্মাতার আইনি নোটিশ ও এক নির্মাতার আপিলে পিছিয়ে গেছে ছোট পর্দার নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের শপথ গ্রহণ অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করার কথা ছিল। কিন্তু নির্বাচনের ফলাফল নিয়ে আইনি নোটিশ ও আপিলের কারণে তা হয়নি বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন নির্বাচিত সাধারণ সম্পাদক এস এ হক অলীক।

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনের ফলাফলে আপত্তি জানিয়ে পরিচালক দীন মোহাম্মদ মন্টু, ইকরাম পারওয়াইজ, সোহাগ কাজী ও আলবার্ট খানের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী এনামুল হক। গতকাল বৃহস্পতিবার এই নোটিশ পাঠিয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেন পরিচালক দীন মোহাম্মদ। এর আগে তাঁরা আপিল করেছেন। দীন মোহাম্মদ বলেন, ‘ভোটের ফলাফলে গরমিল হওয়ার পর আমরা আপিলের আবেদন করি। কথা ছিল আমাদের উপস্থিতিতে ভোট গণনা করা হবে। কিন্তু আমাদের না ডেকেই নির্বাচন কমিশনার ভোট গণনার কাজ করেন! আমরা দেখেছি, যে ভোট গণনা করতে ১৯ ঘণ্টা লেগেছিল, সেই ভোট মাত্র সাড়ে তিন থেকে চার ঘণ্টায় গণনা শেষ! আমরা তা মেনে নিতে পারিনি। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আইনি নোটিশ পাঠিয়েছি। ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি আশানুরূপ ফল পাওয়া যায় তাহলে এক রকম, না হলে অন্য রকম।’

এদিকে আপিলের বিষয়টি অবগত থাকলেও আইনি নোটিশের বিষয়ে কিছুই জানেন না ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ। তিনি বলেন, ‘তারা আপিল করেছে, আমরা ৭ অক্টোবর এটা নিয়ে সবার সঙ্গে বসব। তবে আইনি নোটিশের বিষয়ে কিছু জানি না।’

বারবার আপিলের ঘটনায় মর্মাহত নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘এবার যা দেখলাম, তাতে আর কোনো দিন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করব না। যদিও এবারও চাইনি। জোর করে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলাম, কোনো সমস্যা হয়নি। এবার যেসব সমস্যা দেখছি, সামনে আমি কেন আর কেউ আগ্রহী হবে বলে মনে হয় না।’

আপিল আবেদনকারী নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আপিল করে আমি কোনো অন্যায় করিনি। অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, নির্বাচনে ভোট গণনার ফলাফলে সর্বমোট সংখ্যার সঙ্গে কাস্টিং ভোটের গরমিল পেয়েছি। তাই এই ভোট পুনর্গণনা করে নিরপেক্ষতা প্রকাশ করার আবেদন করেছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিচালক বলেন, ‘এবারের ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে নির্বাচন কমিশনারদের নিয়ে যেভাবে নানা কথা বলছেন, তাতে সামনের দিনগুলোতে হয়তো আর কোনো বিশিষ্ট নাট্যজন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে চাইবেন না।’

এবার ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলীক। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন আমজাদ হোসেন, মামুনুর রশীদ ও এস এম মোহসিন। গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিরেক্টরস গিল্ডের সদস্য ভোটার ৪৯০ জনের মধ্যে ভোট দিয়েছেন ৪৫৬ জন।