দুই বছর পর ছাড়পত্র পেল 'হৃদয়ের রংধনু'

ছাড়পত্র হাতে চলচ্চিত্র নির্মাতা রাজীবুল
ছাড়পত্র হাতে চলচ্চিত্র নির্মাতা রাজীবুল

সেন্সর বোর্ডে জমা দেওয়ার প্রায় দুই বছরের মাথায় ছাড়পত্র পেল ‘হৃদয়ের রংধনু’ ছবিটি। গতকাল বিকেলে সেন্সর বোর্ড থেকে এই ছাড়পত্র পৌঁছায় নির্মাতা রাজীবুল হোসেনের কাছে। পরিচালক রাজীবুল জানান, এখন ছবিটি মুক্তিতে আর বাধা রইল না।

রাজীবুল হাসান বলেন, ‘১৮ অক্টোবর ছাড়পত্রের সনদটি প্রস্তুত হয়েছিল। গতকাল দুপুরে সেন্সরসচিব তাতে স্বাক্ষর করেন। বিকেলে আমি হাতে পেয়েছি।’

অনেক জটিলতা পেরিয়ে ছবির সেন্সর ছাড়পত্র পাওয়ায় দারুণ খুশি রাজীবুল। তিনি বলেন, ‘এই ছবি নিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। কোনো আপস ছাড়াই স্বাধীন নির্মাতা হিসেবে ছাড়পত্র পেলাম। আমি খুশি। এটি স্বাধীন নির্মাতাদের জন্য উদাহরণ হয়ে থাকবে।’

ছবিটির মুক্তি কবে? জানতে চাইলে পরিচালক বলেন, ‘কিছুদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে জানাব। তবে দেশের জাতীয় নির্বাচনের আগে নয়।’

২০১৬ সালের ২৮ নভেম্বর প্রথম সেন্সরে জমা দেওয়া হয় ছবিটি। এর ৯ মাস পর ২০১৭ সালের ২৯ আগস্ট ছবিটিতে দেশের পর্যটনশিল্পের হুমকিসহ ৮টি জায়গায় সংশোধনী দিয়ে প্রযোজক ও পরিচালক বরাবর চিঠি দেয় সেন্সর বোর্ড। ১০ অক্টোবর আবার প্রিভিউ হয় হৃদয়ের রংধনুর। এরপর থেকে সেন্সর বোর্ড, পর্যটন মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের মধ্যে ছবিটি নিয়ে চিঠি-চালাচালি চলে আসছিল।

‘হৃদয়ের রংধনু’ ছবির শুটিং শুরু হয় ২০১৪ সালের জানুয়ারিতে। এতে অভিনয় করেছেন মিনা পেটকোভিচ, শামস কাদির, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা। ছবির কাহিনিকার কায়েস চৌধুরী।