তাপসী পাশে থাকবেন

তাপসী পান্নু
তাপসী পান্নু

যৌন হেনস্তার বিরুদ্ধে দাঁড়াতে এবার একটি কমিটি করল ভারতীয় সংগঠন সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন (সিনটা)। সেখানে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নেওয়া হয়েছে অভিনেত্রী তাপসী পান্নুকে। এই কমিটির হয়ে যৌন হেনস্তার শিকার নারীদের পাশে থাকবেন তিনি। পাশাপাশি যৌন হেনস্তাকারীদের বিপক্ষে আওয়াজ তুলবেন পিংক ছবিতে অভিনয় করা এই অভিনেত্রী।

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। তারপর থেকেই বলিউডে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের ঝড় ওঠে। যৌন হেনস্তার অভিযোগে ধরাশায়ী হন নামীদামি তারকা অভিনয়শিল্পী ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিষয়টি খুবই মারাত্মক আকার ধারণ করায় ‘সিনটা’ এ বিষয় নিয়ে একটি কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা যৌন হেনস্তার অভিযোগগুলো সামলাবেন এবং যৌন হেনস্তার শিকার নারীদের জন্য কথা বলবেন। বলিউডের বিভিন্ন শাখা থেকে এই কমিটিতে সদস্য নেওয়া হয়েছে। অভিনেত্রীদের মধ্যে তাপসী পান্নু ও রাভিনা টেন্ডনের নাম শোনা গেছে। রাভিনা আগেই যৌন হেনস্তা নিয়ে সরব হয়েছেন। এখন পালা তাপসী পান্নুর।

যদিও তাপসী বলেছেন, তিনি এখন পর্যন্ত বলিউডে কোনো যৌন হেনস্তার শিকার হননি। কিন্তু তিনি খুশি যে যৌন হেনস্তার শিকার নারীরা তাঁদের অভিযোগ নিয়ে সরব হয়েছেন। তিনি তাঁদের সাহসের প্রশংসা করেন। সিনটার ওই কমিটির একজন সদস্য হিসেবে পান্নু কাজের ক্ষেত্রকে সুন্দর রাখার চেষ্টা করবেন। চলমান অভিযোগগুলো সামলাবেন। হেনস্তার শিকার নারীদের জন্য কথা বলবেন।

এ ছাড়া আরও যাঁরা যৌন হেনস্তার শিকার হয়েছেন, তাঁদের এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এই বিষয়ে কথা বলার একমাত্র তাঁরাই আছেন। কমিটির প্রথম মিটিং কেমন হবে? এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, এটাকে কি একেবারেই নির্মূল করা হবে, নাকি এখন কেবল প্রতিরোধ করা হবে, তা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সবাই মিলে বসে আগামী দিনের কাজের পরিকল্পনা করবেন। বলিউড হাঙ্গামা