গান গাওয়ার ২০ বছর

ব্রিটনি স্পিয়ার্স
ব্রিটনি স্পিয়ার্স

আমেরিকার সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের সংগীতজীবনের ২০ বছর পূর্ণ হলো। ১৯৯৮ সালের ২৩ অক্টোবর ব্রিটনির প্রথম একক গান ‘বেবি ওয়ান মোর টাইম’ মুক্তি পায়। তাই গত মঙ্গলবার সংগীতজীবনের ২০ বছর পূর্তিতে এ শিল্পী টুইটার ও ইনস্টাগ্রামে হয়ে ওঠেন স্মৃতিকাতর।

১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে একক গান দিয়ে অভিষেক হয় ব্রিটনি স্পিয়ার্সের। ২০ বছরে এসে সেই দিনটিকে মনে করে ব্রিটনি বলেন, ‘আজকের দিনটা যে আমার জন্য কী, তা বলে বোঝাতে পারব না। ২০ বছর আগে আজকের দিনে পুরো পৃথিবী প্রথমবার শুনেছিল আমার গান।’

ব্রিটনি স্পিয়ার্সের প্রথম একক গান ‘বেবি ওয়ান মোর টাইম’ মুক্তির পরপরই বিশ্বের ১৮টি দেশের টপচার্টের শীর্ষে জায়গা করে নিয়েছিল। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই শিল্পীকে। একে একে ‘টক্সিক’, ‘ওম্যানাইজার’, ‘ওপস! আই ডিড ইট অ্যাগেইন’ গানগুলো দিয়ে জনপ্রিয় শিল্পী হিসেবে স্থায়ী হয়ে যান ভক্তদের মনে।

সূত্র: বিবিসি।