কলকাতায় 'জানা-অজানা নজরুল'

কবি কাজী নজরুল ইসলামের জীবনীর অডিও সংস্করণের প্রকাশনা অনুষ্ঠান। ছবি: ভাস্কর মুখার্জি
কবি কাজী নজরুল ইসলামের জীবনীর অডিও সংস্করণের প্রকাশনা অনুষ্ঠান। ছবি: ভাস্কর মুখার্জি

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানানোর জন্য কলকাতার ছায়ানট গতকাল রোববার একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করেছে নজরুলের একটি জীবনীর অডিও সংস্করণ ‘জানা-অজানা নজরুল’। কলকাতার সল্টলেক সিটির রবীন্দ্র-ওকাকুরা ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করা হয়।

এই অডিও জীবনীর প্রকাশনা ও বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্বে রয়েছে কলকাতার কোয়েস্ট ওয়ার্ল্ড।

অডিওর তথ্যসমৃদ্ধ জীবনী লিখেছেন নজরুল গবেষক ও বাংলাদেশের কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। পরিকল্পনা ও পরিচালনা করেছেন কলকাতা ছায়ানটের কর্ণধার সোমঋতা মল্লিক।

এই অডিওর ধারাবর্ণনায় ছিলেন বাচিক শিল্পী সুমন্ত্র সেনগুপ্ত ও মধুমিতা বসু। আর এই ‘জানা-অজানা নজরুল’ অডিও জীবনীর মোড়ক উন্মোচনে ছিলেন বাচিক শিল্পী প্রদীপ ঘোষ, পণ্ডিত মল্লার ঘোষ, কবি ও প্রাবন্ধিক সৈয়দ হাসমত জালাল প্রমুখ।