পার্বতীর আশ্রমে যাবেন দুই বাউলশিল্পী

পার্বতী বাউল
পার্বতী বাউল

বাংলাদেশের দুই বাউল গানের শিল্পীকে কলকাতায় নিয়ে যাবেন পার্বতী বাউল। নিজের আশ্রমে রেখে শেখাবেন গান, দেখাবেন বাউলের জীবনাচরণ। শিল্পকলা একাডেমির কর্মশালার পর বৃত্তি হিসেবে এ সুযোগ পাচ্ছেন মিলন ও বিপাশা।

মঙ্গলবার শেষ হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে তিন দিনের বাউলসংগীত কর্মশালা। উপমাহদেশের প্রখ্যাত বাউলশিল্পী পার্বতী বাউলের পরিচালনায় এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশে বাউল গানের চর্চা করা ৪২ জন শিল্পী। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয় একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনের মহড়াকক্ষে।

মঙ্গলবার সমাপনী দিনে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিল্পী পার্বতী বাউলকে স্মারক সম্মাননা তুলে দেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ বৃত্তি হিসেবে কর্মশালায় অংশ নেওয়া মিলন ও বিপাশাকে কলকাতায় নিজের আশ্রমে নিয়ে গান শেখার সুযোগ করে দেবেন পার্বতী বাউল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রাহুল আনন্দ ও পার্বতী বাউল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রাহুল আনন্দ ও পার্বতী বাউল। ছবি: সংগৃহীত

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ কৃষ্টি হেফাজ, জলের গানের শিল্পী রাহুল আনন্দ, বাউল গবেষক আবদেল মান্নান প্রমুখ। গত শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে ছিল পার্বতী বাউলের বিশেষ পরিবেশনা।

বাউল সাধিকা ফুলমালি দাসী, সনাতন দাস বাউল, শশাঙ্ক গোঁসাইয়ের কাছ থেকে দীক্ষা নিয়েছেন পার্বতী বাউল। শৈশবে তাঁর নাম ছিল মৌসুমী পারিয়াল। দেশভাগের আগে তাঁর পূর্বপুরুষেরা থাকতেন বাংলাদেশের রাউজানের পশ্চিম গুজরার গ্রামে।