আমার স্বপ্ন পূরণ হলো না: টয়া

>এটিএন বাংলায় আজ রাত আটটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘সিনেমা হল’–এর ১০০ তম পর্ব। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। এতে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া। কথা হলো তাঁর সঙ্গে।
মুমতাহিনা টয়া। ছবি: প্রথম আলো
মুমতাহিনা টয়া। ছবি: প্রথম আলো

টেলিভিশনে ‘সিনেমা হল’ ১০০ পর্ব পার করল। ভ্রমণটা কেমন ছিল?
ভালো–মন্দ মিলিয়েই ছিল। একটা নাটকের ১০০ তম পর্ব প্রচারিত হচ্ছে, এটাই আনন্দের কথা। এই নাটকের কারণে অনেক দিন পর মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করলাম। তাঁর সঙ্গে অভিনয় করলে অনেক কিছু শেখা যায়। শুটিংটা খুব উপভোগ করেছি।

‘শেষ হইয়াও হইল না শেষ’–এর মতো আপনার অভিনীত ‘বেঙ্গলি বিউটি’ ছবিটি মুক্তি হয়েও হলো না, রহস্য কী?
এটার ব্যাপারে আমার কিছু বলার নেই। ছবিটির প্রযোজক, পরিচালক ও অভিনেতা রাহশান নূর ভালো বলতে পারবেন। আমার আসলে দুঃখ একটাই, ছবিটি দুই দফা মুক্তি পেয়ে মাত্র তিনটা হলে তিনটা শো চলল। পরিচিত দু–একজন যাঁরাই ছবিটি দেখেছেন, তাঁরা খুব প্রশংসা করেছেন। কিন্তু আমার স্বপ্ন পূরণ হলো না।

এখন ছবিটি নিয়ে পরিকল্পনা কী? কিছু জানেন?
যতটুকু জানি, এটি বেশ কয়েকটি দেশে মুক্তি দেওয়া হচ্ছে। এসব নিয়ে আমি ঠিকঠাক বলতে পারব না।

এটার পরে নতুন সিনেমার প্রস্তাব পাননি?
পেয়েছি, কিন্তু এফডিসি ঘরানার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করব না। বেঙ্গলি বিউটির মতো বা গল্পপ্রধান সিনেমা হলে আমি করব।

কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাতির সঙ্গে ছবি দিয়েছিলেন আপনি...
এটা একটা মিউজিক ভিডিওর শুটিং ছিল। বেশ ভালো ছিল কাজটা। নতুন শিল্পী, কিন্তু গানটা খুব সুন্দর। আমার সঙ্গে ছিলেন মাহিম করিম।

নাটক ও ওয়েব সিরিজ তো করছেন?
হ্যাঁ, সেটা তো করছিই। কিছুদিন হলো বিটিভির শেষ ভালো যার নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং করছি। এটি পরিচালনা করেছেন রাকেশ বসু। খুবই সুন্দর গল্প। পরিবারকেন্দ্রিক গল্পটা সবাই পছন্দ করবেন।

শেষ তিন প্রশ্ন

যে জিনিস ছাড়া শুটিং স্পটে যান না
পাওয়ার ব্যাংক।
মন্ত্রিত্ব পেলে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন?
পরিবেশ ও বন মন্ত্রণালয়।

প্রথম প্রেমিকের নাম কী?
বলা যাবে না। এটা গোপন থাকুক।