যে ছবি আহত করেছে, পুরস্কৃত হয়েছে

রোহিঙ্গা শরণার্থীদের মানবেতর জীবন
রোহিঙ্গা শরণার্থীদের মানবেতর জীবন

রোহিঙ্গা শরণার্থীদের যে ছবিগুলো আঘাত করেছে মানুষের মর্মে, সেই ছবিগুলো পেয়েছে আন্তর্জাতিক পুরস্কার। বাংলাদেশের আলোকচিত্রশিল্পী মোহাম্মদ রাকিবুল হাসানের তোলা রোহিঙ্গাদের মানবেতর জীবনের আলোকচিত্রের সিরিজ ‘আই অ্যাম রোহিঙ্গা’ ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে ‘ডিসকভারি অব দ্য ইয়ার’ শাখায় পুরস্কৃত হয়েছে। গত ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে এ পুরস্কার দেওয়া হয়। এ আসরে সম্মানসূচক পুরস্কার দেওয়া হয়েছে বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমকে।

এক রোহিঙ্গা শরণার্থী
এক রোহিঙ্গা শরণার্থী

মোহাম্মদ রকিবুল হাসান জানান, গত বছর সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন সময় কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের ছবি তুলেছেন তিনি। এ ছবিগুলো বিভিন্ন সময়ে প্রকাশ করেছে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। সেই সিরিজই এবার জিতল ‘ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’। এ পুরস্কারের মূল্যমান ৫ হাজার ডলার। পুরস্কারটি ‘লুসি অ্যাওয়ার্ড’ নামেও পরিচিত। এ আসরের গুরুত্বপূর্ণ পুরস্কার ‘ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ পেয়েছেন জাপানি বংশদ্ভূত মার্কিন আলোকচিত্রী তওনি চ্যাতমন।

মোহাম্মদ রাকিবুল হাসান। ছবি: মীর মোকাররম হোসেন
মোহাম্মদ রাকিবুল হাসান। ছবি: মীর মোকাররম হোসেন

আলোকচিত্রশিল্পী মোহাম্মদ রাকিবুল হাসান বর্তমানে যুক্তরাজ্যের ফ্যালমাউথ বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্রে স্নাতকোত্তর করছেন। তাঁর ‘আই অ্যাম রোহিঙ্গা’ সিরিজের ছবিগুলো দেখা যাবে https://goo.gl/y6hd7t  লিংকে।