'দহন' ছবিতে এত বাধা?

‘দহন’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম ও পূজা
‘দহন’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম ও পূজা

ঘটনাটি যদিও পুরোনো, কিন্তু এখন এটিই প্রাসঙ্গিক। গত শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে আড়ংয়ের ৪০ বছর পূর্তি উৎসবের শেষ দিন, ছবির প্রচারণার জন্য মঞ্চে ওঠেন ‘দহন’ ছবির প্রযোজক ও নায়ক-নায়িকা। তারকাদের ভঙ্গিতে ‘হ্যালো ঢাকা’ বলে দর্শকের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন প্রযোজক আবদুল আজিজ। এ সময় মঞ্চের সামনে উপস্থিত হাজারো দর্শক ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন। উপস্থিত দর্শক-শ্রোতার এ প্রতিক্রিয়া উপেক্ষা করে দহন ছবি সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলে নায়ক-নায়িকাসহ মঞ্চ ছাড়তে বাধ্য হন আবদুল আজিজ। বিতর্ক, বাধা, উপেক্ষা যেন পিছু ছাড়ছে না ‘দহন’ ছবির। এবার জানা গেছে, ছবিটির মুক্তির সম্ভাব্য তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে।

শুটিং শুরুর আগেই ‘দহন’ ছবি বাধার মুখে পড়ে। ঢাকা ক্লাবে জমকালো আয়োজন করে নায়িকা হিসেবে বাঁধনের নাম ঘোষণার কিছুদিন পর জানা যায়, ছবিটি তিনি করছেন না। ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান বাঁধন। অনেক চেষ্টায় পর মমকে নিয়ে ছবির কাজ শুরু করেন পরিচালক রায়হান রাফী। শুটিং শেষে ইউটিউবে মুক্তি পাওয়া ছবির একটি গান নিয়ে সংগীতাঙ্গনের অনেকের পাশাপাশি সাধারণ দর্শকও সমালোচনায় মুখর হন। এত কিছুর পরও ছবিটির মুক্তির তারিখের ব্যাপারে অনড় ছিল প্রযোজনা প্রতিষ্ঠান। জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়, ১৬ নভেম্বর দহন ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আজ জানা গেছে, ১৬ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। এই তারিখ থেকে সরে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সেদিন মুক্তি পাবে ‘মিস্টার বাংলাদেশ’ নামের একটি ছবি।

‘দহন’ ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, আর ‘মিস্টার বাংলাদেশ’ ছবিটির পরিবেশনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। এই প্রতিষ্ঠানে স্বত্বাধিকারী আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, ‘আমরা কদিন আগেও পরিকল্পনা করেছিলাম, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দহন ছবিটি মুক্তি দেওয়ার। কিন্তু সম্প্রতি মিস্টার বাংলাদেশ ছবির নায়ক খিজির হায়াত খান আমার অফিসে আসেন। তিনি অনুরোধ করেন, তাঁদের ছবিটি পুরোপুরি প্রস্তুত, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র হয়ে গেছে। আমরা যেন পরিবেশনার দায়িত্ব পালন করি। ছবিটি দেখার পর ভালো লেগেছে। দেশাত্মবোধ নিয়ে দারুণ একটা সিনেমা। এটি মানুষের ছবি, এই ছবিতে জনগণের কথা বলা হয়েছে, আমার মনের কিছু কথা বলেছে। তাই আমি ভাবলাম, “মিস্টার বাংলাদেশ” ছবিটি আগে মুক্তি পাক।’

তাহলে ‘দহন’ কবে মুক্তি পেতে পারে? আবদুল আজিজ বলেন, ‘ছবিটি মুক্তির নতুন তারিখ হিসেবে ভেবেছি নভেম্বরের শেষ সময়টা। আগামী ১০ নভেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ডে ছাড়পত্রের জন্য ছবিটি জমা দেব।’

‘দহন’ ছবির ‘হাজির বিরিয়ানি’ গানটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় প্রযোজনা প্রতিষ্ঠান আর গানটির ভারতীয় গায়ক ও সংগীত পরিচালককে। সংগীতাঙ্গনের অনেকে গানটি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা ছবি থেকে গানটি প্রত্যাহার করার আবেদন করেছেন। ছবির গানটি বাতিলের জন্য তাঁরা স্বাক্ষর সংগ্রহ করেছেন। আগামীকাল বৃহস্পতিবার তথ্য প্রতিমন্ত্রী ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানের কাছে গানটির ব্যাপারে তাঁরা আপত্তিপত্র জমা দেবেন।

যে গান নিয়ে এত সমালোচনা, সে গান নিয়ে কিছু ভেবেছেন? আবদুল আজিজ বলেন, ‘গানের ব্যাপারে ভাবা আছে। আমি নিজে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে দেখা করব। তাঁর মতামত শুনব। তিনি আমার মুরব্বি। তিনি বললেই আমি বাদ দিয়ে দেব। প্রয়োজনে শব্দ পরিবর্তন করব। তবে আমি মনে করি, এই গান চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা আটকাবেন না।’