ইউলিয়া ভারতীয় হতে চান?

ইউলিয়া ভান্তুর
ইউলিয়া ভান্তুর

পরনে শাড়ি, চুলে ফুল। সম্প্রতি এমন বেশে এক অনুষ্ঠানে হাজির হন রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভান্তুর। যেন পুরোপুরি ভারতীয় এক নারী। কেন ভারতীয় রমণী হয়ে উঠতে চান তিনি? সালমান খান আর তাঁর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা আর ভারতীয় সাজপোশাকে আগ্রহের পেছনে কি তবে বিশেষ কোনো কারণ রয়েছে?

ইউলিয়া ভান্তুর
ইউলিয়া ভান্তুর

শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে ইউরিয়া ভান্তুরের। প্রেম সনি পরিচালিত ‘রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা’ নামের এক হিন্দি ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিতে এক যোগিনীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই ছবির পোস্টার। তাতে হলুদ শাড়ি, কমলা রঙের ব্লাউজে দেখা গেছে তাঁকে। গলায় পরেছেন লাল গোলাপের মালা আর হাতে খঞ্জনি। পোস্টার প্রকাশনার অনুষ্ঠানেও শাড়ি পরে এসেছিলেন ইউলিয়া। ধারণা করা হচ্ছে, ওই ছবির চরিত্রে একাত্ম হওয়ার জন্যই শাড়িতে অভ্যস্ত হতে চেষ্টা করছেন তিনি।

পোস্টার উন্মোচনের অনুষ্ঠানে তিনি পরে এসেছিলেন ভারতের নামকরা মনীশ মালহোত্রার শাড়ি। এই সাজে প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘শাড়ি পরতে আমার ভালো লাগে। মাঝেমধ্যে মনে হয়, কোনো রকম শরীরে কাপড় পেঁচিয়ে রাখছি। কিন্তু এই পোশাকটা আসলে আমার খুব ভালো লেগে গেছে।’

‘রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা’ ছবির পোস্টারে ইউলিয়া ভান্তুর
‘রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা’ ছবির পোস্টারে ইউলিয়া ভান্তুর

শাড়ি কে পরিয়ে দিয়েছে, জানতে চাইলে ইউলিয়া বলেন, ‘এবারে মনীশের এক কর্মীর সাহায্য নিয়েছি বটে, কিন্তু পরের বার নিজেই পরতে চেষ্টা করব। আসছে ছবিতে শ্রীকৃষ্ণের অনুসারীর চরিত্রে অভিনয় করছি। সেটার বেশির ভাগ দৃশ্যে আমাকে শাড়ি পরা অবস্থায় দেখা যাবে। আশা করছি, এর মধ্যে শাড়ি পরাটা শিখে ফেলব। আমি আসলে এই পোশাকটির প্রেমে পড়ে গেছি। এটা মেয়েদের সুন্দর ও আবেদনময়ী করে তোলে।’

পোস্টার প্রকাশনা অনুষ্ঠানে রাভিনা টেন্ডন ও ইউলিয়া ভান্তুর
পোস্টার প্রকাশনা অনুষ্ঠানে রাভিনা টেন্ডন ও ইউলিয়া ভান্তুর

ভারতে প্রথম গান করার আগে ইউলিয়া পরামর্শ নিয়েছিলেন সালমান খান ও তাঁর পরিবারের। কিন্তু এই ছবিতে অভিনয়ের ব্যাপারে তাঁদের পরামর্শ নিয়েছিলেন? এ প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। কেবল মুচকি হেসেছেন। অন্য কারও পরামর্শ নিয়েছেন কি না, জানতে চাইলে বলেন, ‘মা–বাবার সঙ্গে কথা বলেছি এবং আমার খুব ভালো বন্ধু সোনাক্ষী সিনহার সঙ্গে আলাপ করেছি। ডেকান ক্রনিকল