লতা মঙ্গেশকরের নামে ফুল

লতা মঙ্গেশকর ও তাঁর নামে ফুল ‘লতা’
লতা মঙ্গেশকর ও তাঁর নামে ফুল ‘লতা’

‘ব্যাপারটি আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। লোকটির নাম সান্তিয়াগো লোপেজ। জন্মসূত্রে স্পেনের নাগরিক। কিন্তু বাস করছেন আর্জেন্টিনায়। তিনি পেশায় ফুলচাষি। তিনি একটি ফুলের নাম দিয়েছেন “লতা”। শুনেছি তিনি সংস্কৃত আর হিন্দি শিখছেন। পাশাপাশি যোগব্যায়ামও শিখছেন। তাঁর প্রতি আমি কৃতজ্ঞ।’ মাইক্রো ব্লগিং সাইট টুইটারে লিখেছেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।

‘লতা’ নামের এই গোলাপ ফুলের কথা সম্প্রতি জানতে পারেন লতা মঙ্গেশকর। এরপর ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত বরেণ্য এই সংগীতশিল্পী আর্জেন্টিনার সেই ফুলচাষি সান্তিয়াগো লোপেজকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন।

সান্তিয়াগো লোপেজের ব্যাপারে জানা গেছে, তিনি লতা মঙ্গেশকরের গানের ভক্ত। লতা মঙ্গেশকরের অসংখ্য গান শুনেছেন তিনি।