ওস্তাদের হাতে গিটার কেন?

ওস্তাদ আমজাদ আলী খাঁ
ওস্তাদ আমজাদ আলী খাঁ

ওস্তাদ আমজাদ আলী খাঁর হাতে গিটার! বিস্ময়কর এ ছবি পাওয়া গেছে ইন্টারনেটে। সরোদের ওস্তাদের হাতে গিটার দেখে অবাক হয়েছেন অনেকেই। ঔৎসুক্য তৈরি হয়েছে, ওস্তাদ আমজাদ আলী খাঁ জানিয়েছেন, চমক আছে।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তোলা হয় এ ছবি। কয়েকজন ছাত্রকে নিয়ে তখন অনুশীলন করছিলেন তিনি। ব্লুমিংটনের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের জ্যাকব স্কুল অব মিউজিকে আবাসিক শিক্ষক হিসেবে রয়েছেন শাস্ত্রীয় সংগীতের এই শিল্পী। যুক্তরাষ্ট্র থেকে তিনি এ ছবি প্রসঙ্গে বলেছেন, ‘আমার সৌভাগ্য, দারুণ মেধাবী কিছু ছাত্রকে এখানে শেখাতে পারছি। তাঁদের শেখাচ্ছি, সংগীত কীভাবে জীবনযাপনের লক্ষ্য হয়ে উঠতে পারে। এটা একটা নতুন কাজ। সরোদ ও গিটারের একটা সম্মেলক। শিগগিরই বিস্তারিত জানাতে পারব। আমার বিশ্বাস, সংগীতপ্রেমীদের এটা ভালো লাগবে।’

আমজাদ আলী খাঁর নতুন এ প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন তাঁর দুই ছেলে আমান আলী বাঙ্গাস ও আয়াত আলী বাঙ্গাস। আয়াত বলেন, ‘এই প্রকল্পে আব্বা সরোদ বাজাবেন। আমরা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কয়েকজন গিটারিস্টের সঙ্গে কাজ করছি।’

গিটার ও সরোদের ব্যবধান প্রসঙ্গে জানতে চাইলে আমজাদ আলী খাঁ বলেন, ‘সরোদ যন্ত্রটা গিটার পরিবার থেকেই এসেছে। সরোদের ফ্রেট নেই, গিটারের আছে। সরোদ আমরা বাজাই একটা মসৃণ জায়গার ওপর। গিটারে নোট খুঁজে পাওয়া সহজ। সুরযন্ত্র হিসেবে এ দুটির মধ্যে অনেক সামঞ্জস্য রয়েছে। আমার এ দুটির প্রতিই আগ্রহ আছে।’

আমজাদ আলী খাঁ গোয়ালিয়র ঘরানার জগৎখ্যাত সরোদ গুরু। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবের তৃতীয় আসরে ২০১৫ সালে সরোদে যন্ত্রসংগীত পরিবেশন করতে তিনি ঢাকায় আসেন। তবে এই সরোদ গুরু মনে করেন, বিশ্বব্যাপী সরোদের চেয়ে সেতার বেশি জনপ্রিয়। তিনি বলেছিলেন, ‘আমি যখন বাইরে বাজাতে যাই, তখন অনেকেই প্রশ্ন করেন, ‘ইজ ইট সিটার?’, আমি বলি, ‘সরোদ’। আসলে পণ্ডিত রবিশঙ্করজির কল্যাণে সেতার এখন বিশ্বজুড়ে জনপ্রিয়।’ তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া