অনুষ্ঠানটি দেখছে দর্শক

‘বাজল ঝুমুর তারার নূপুর’ অনুষ্ঠানে ভাবনা
‘বাজল ঝুমুর তারার নূপুর’ অনুষ্ঠানে ভাবনা

মঞ্চ একটি। ৩০ জন তারকা। দুই দেশের দুজন বিচারক। উপস্থাপকও দুজন। প্রতিযোগিতা চলছে। কে জিতবে? ঢাকা না কলকাতা? ‘বাজল ঝুমুর তারার নূপুর’ অনুষ্ঠানটির ব্যাপারে এভাবেই প্রশ্ন করা হয়েছে। নাগরিক টিভিতে গত অক্টোবর থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শো। এদিকে নাগরিক টিভি কর্তৃপক্ষ দাবি করেছে, গত সপ্তাহে টেলিভিশন ভিউয়ার্স রিপোর্টে (টিভিআর) ০.১৮৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অনুষ্ঠানটি।

‘বাজল ঝুমুর তারার নূপুর’ প্রতিযোগিতার অন্যতম বিচারক শতাব্দী রায়
‘বাজল ঝুমুর তারার নূপুর’ প্রতিযোগিতার অন্যতম বিচারক শতাব্দী রায়

নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু জানান, ঢাকা আর কলকাতার ছোট পর্দা ও বড় পর্দার অভিনয়শিল্পীদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং দুই বাংলার সংস্কৃতির ঐতিহ্যের ধারা দর্শকদের মাঝে তুলে ধরা হচ্ছে এই অনুষ্ঠানে। মূল প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে ছয়জন করে মোট ১২ জন তারকা অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ইশানা, ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, স্পর্শিয়া, অমৃতা ও সাফা কবির। কলকাতা থেকে আছেন রিমঝিম, সোহিনী, এনা সাহা, লাভলী, তিথি ও প্রীতি। প্রতিযোগিতায় আরও ছিলেন মাহিয়া মাহি, সাদিয়া জাহান প্রভা ও জাকিয়া বারী মম; আর কলকাতা থেকে গীতশ্রী, পায়েল ও ঋ।

‘বাজল ঝুমুর তারার নূপুর’ অনুষ্ঠানের উপস্থাপক নাবিলা আর সৌরভের সঙ্গে পিয়া
‘বাজল ঝুমুর তারার নূপুর’ অনুষ্ঠানের উপস্থাপক নাবিলা আর সৌরভের সঙ্গে পিয়া

কামরুজ্জামান বাবু বলেন, ‘দর্শক অনুষ্ঠানটি গ্রহণ করবে, তেমনটা শুরু থেকেই ভেবেছি। এখন দারুণ সাড়া পাচ্ছি। ভালো লাগছে।’

‘বাজল ঝুমুর তারার নূপুর’ অনুষ্ঠানে সজল
‘বাজল ঝুমুর তারার নূপুর’ অনুষ্ঠানে সজল

‘বাজল ঝুমুর তারার নূপুর’ প্রতিযোগিতার প্রধান বিচারক ঢাকার ইলিয়াস কাঞ্চন আর কলকাতার শতাব্দী রায়। বিভিন্ন পর্বে অতিথি বিচারক হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে মৌসুমী, ফেরদৗস, আঁখি আলমগীর, তৌকীর আহমেদ ও সজল; আর ভারত থেকে জোজো, অনিন্দ্য, শ্রীলেখা মিত্র ও তনুশ্রী শংকর। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কলকাতার সৌরভ আর ঢাকার মাসুমা রহমান নাবিলা। নাগরিক টিভিতে অনুষ্ঠানটি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে।