মুম্বাইয়ে ফিরেছেন নতুন দম্পতি

মুম্বাই বিমানবন্দরে হাসিখুশি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
মুম্বাই বিমানবন্দরে হাসিখুশি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

বিয়ের পর রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনকে দেখার জন্য ভক্তদের যেন তর সইছিল না। ইতালি থেকে তাঁরা কখন ফিরবেন, বিয়ের পর তাঁদের দেখতে কেমন লাগবে, তাঁরা কি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন—এমন নানা প্রশ্ন। সব অপেক্ষার শেষ হলো। বিয়ের পর মুম্বাই ফিরেছেন বলিউডের এই নতুন দম্পতি। আজ রোববার সকাল আটটায় ইতালির মিলান থেকে তাঁরা মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তাঁদের অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরের বাইরে আগে থেকেই ভিড় করেন ভক্তরা। নবদম্পতি রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন নিরাশ করেননি ভক্তদের। হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন তাঁরা।

বিমানবন্দরে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
বিমানবন্দরে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

বিমানবন্দরে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন ছিলেন খুব হাসিখুশি। রণবীর সিং পরেছেন অফ হোয়াইট রঙের কুর্তা-পাজামা আর লাল রঙের জ্যাকেট। দীপিকা পাড়ুকোন স্বামীর পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে পরেছেন অফ হোয়াইট রঙের কামিজ-কুর্তা আর লাল রঙের ওড়না। তাঁর কানে ছিল ঝুমকো, হাতে পাঞ্জাবি চূড়া, সিঁথিতে সিঁদুর। বিয়ের পর বলিউডের এই ‘পদ্মাবতী’কে দেখে মনে হয়েছে, মোটেও কোনো তারকা নন, যেন পাড়ার নতুন বউ।

বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে বাইরে বেরিয়ে আসেন নবদম্পতি রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। তাঁদের দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা। ভক্তদের সঙ্গে ছবি তোলেন বলিউডের এই জনপ্রিয় জুটি।

বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত বাইরে বেরিয়ে আসেন নবদম্পতি
বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত বাইরে বেরিয়ে আসেন নবদম্পতি

ভারতে নয়, ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে গত বুধবার রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে কনকানি রীতি মেনে। আর পরদিন বৃহস্পতিবার সিন্ধি রীতিতে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় এই তারকা জুটি। এর আগে গত মঙ্গলবার দিনে ছিল দীপবীরের মেহেদি অনুষ্ঠান, রাতে হয় আংটিবদল।

কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ছিল লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেল। দীপবীর চাননি আগেই তাঁদের বিয়ের ছবি ছড়িয়ে পড়ুক সবখানে। তাই বিয়েতে আমন্ত্রিত মাত্র ৪০ জন অতিথিকে অনুরোধ করেছিলেন কোনো ছবি না তোলার। এমনকি নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেওয়া ছিল, সব অতিথি ও রিসোর্টের কর্মীদের হাতে নিরাপত্তার বিশেষ ব্যান্ড পরিয়ে দেওয়ার জন্য এবং সবার ফোনের ক্যামেরায় বিশেষ স্টিকার লাগিয়ে দেওয়ার, যাতে ফোন দিয়েও কেউ ছবি তুলতে না পারেন।

বিমানবন্দরের বাইরে ভক্তদের মাঝে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
বিমানবন্দরের বাইরে ভক্তদের মাঝে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

শুধু হোটেল কর্তৃপক্ষই নয়, দীপবীর তাঁদের বিয়ের গোপনীয়তা নিশ্চিত করতে লেক কোমোর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যও নিয়েছেন। স্থানীয় পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা লেক কোমোর আশপাশে প্যাট্রোল বোট দিয়ে প্রতি মুহূর্তেই পাহারা দেন। এমনকি স্থানীয় কেউ যেন অচেনা কাউকে নৌকা ভাড়া না দেন, এ ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়।

বিয়ের আসরে প্রায় ছয় লাখ রুপি শুধু খরচ করা হয় গোলাপের পেছনেই। এক ডলার করে আট হাজার গোলাপ দিয়ে সাজানো হয়েছে তাঁদের বিয়ের মণ্ডপ।

বিমানবন্দরে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
বিমানবন্দরে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

লেক কোমোর ভিলা দ্য বালবিয়ানেলের পুরো দিনের ভাড়া ২৪ লাখ ৭৫ হাজার রুপি। দীপবীর জুটি এক সপ্তাহের জন্য পুরো রিসোর্টটি ভাড়া নেন। এ বাবদ তাঁদের খরচ হয়েছে ১ কোটি ৭৩ লাখ রুপি।