আমজাদ হোসেনকে ব্যাংককে নেওয়া হবে

আমজাদ হোসেন
আমজাদ হোসেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ প্রখ্যাত চিত্র পরিচালক আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়াসহ চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবেন। আমজাদ হোসেনকে আগামীকাল সোমবারের মধ্যে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হতে পারে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পাঠানোর এয়ার অ্যাম্বুলেন্স ভাড়াসহ একুশে পদক বিজয়ী চিত্র পরিচালক আমজাদ হোসেনের চিকিৎসার ব্যয় বহন করবেন। বরেণ্য এই নির্মাতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ২০ লাখ টাকা বরাদ্দ করেছেন।’

আজ রোববার সকালে আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদুল আলম দেশের বাইরে বাবাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়াসহ চিকিৎসার ব্যয় বহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত আমাদের জানিয়েছেন। গতকাল শনিবার রাতে তিনি আমাকে ফোন করেছেন।’

সোহেল আরমান আরও বলেন, ‘ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বাবার চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সেই হাসপাতাল থেকে বাবার শারীরিক অবস্থার সর্বশেষ প্রতিবেদন চাওয়া হয়েছে। আজ দুপুরের মধ্যে তা পাঠিয়ে দিচ্ছি। সেখান থেকে সবুজ সংকেত পেলেই আমরা বাবাকে নিয়ে রওনা দেব।’

বাংলাদেশি চলচ্চিত্রের গুণী পরিচালক ও অভিনয়শিল্পী আমজাদ হোসেনের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত রোববার তাঁকে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

আমজাদ হোসেনের অসুস্থতার খবর পেয়ে গত মঙ্গলবার দুপুরে এই গুণী নির্মাতার দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমানকে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। তাঁদের কাছে আমজাদ হোসেনের সর্বশেষ শারীরিক অবস্থার ব্যাপারে জানতে চান। সেখান থেকে বের হয়ে প্রথম আলোকে সোহেল আরমান বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, আমজাদ ভাইয়ের খবর পেয়েছি। তাঁর জন্য সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’