'গানবাজ'-এ আজ যাত্রী

প্রথম আলো অনলাইনের ‘গানবাজ’ অনুষ্ঠানে আজ গাইবে গানের দল যাত্রী। সন্ধ্যা সাতটায় প্রথম আলোর ফেসবুক পেজে অনুষ্ঠানটি সবাই সরাসরি দেখতে পাবেন। পরে অনুষ্ঠানটি দর্শকেরা নিজেদের পছন্দমতো সময়ে দেখতে পাবেন প্রথম আলোর ওয়েব পেজ আর ইউটিউব চ্যানেলে। শোনা যাবে এবিসি রেডিওতে, পরদিন শুক্রবার বিকেল চারটায়। আজকের আয়োজন সঞ্চালনা করবেন গাজী শারমীন আহমেদ (আরজে শারমীন)।

গানের দল যাত্রীর বয়স ১৪ বছর হয়েছে। এই দলে বর্তমানে আছেন তপু (কণ্ঠ), রোমেল (কি-বোর্ড), সেতু (গিটার), শামস (বেজ) ও খালিদ। আজকের গানবাজ-এ দলটির তিনজন সদস্য থাকছেন—তপু, রোমেল ও খালিদ। প্রথম আলো অনলাইনের এই আয়োজনে অংশগ্রহণ নিয়ে যাত্রীর তপু বলেন, ‘আমাদের জনপ্রিয় সব গান গানবাজের শ্রোতাদের শোনানোর ইচ্ছা। একেবারে শুরুতে যেভাবে আমরা গানগুলো তৈরি করেছি, সেভাবে, অর্থাৎ অ্যাকুয়েস্টিকে গানগুলো শোনাব।’

আগামী বছর যাত্রীর বয়স ১৫ বছর হবে। এ উপলক্ষে কি কোনো বিশেষ প্রস্তুতি কিংবা পরিকল্পনা আছে? এ প্রশ্নের জবাবে তপু বলেন, ‘আগামী বছর নতুন একক গান আসতে পারে। আসবে আমাদের পুরোনো জনপ্রিয় গানের ভিডিও। আমরা এখন এসব নিয়ে কাজ করছি।’