আবার ক্যানসার?

মুম্বাই বিমানবন্দরে সোনালি বেন্দ্রে
মুম্বাই বিমানবন্দরে সোনালি বেন্দ্রে

সোনালি বেন্দ্রের ক্যানসারের চিকিৎসা আপাতত শেষ হয়েছে। এই ক্যানসার আবার ফিরে আসার আশঙ্কা আছে। আর তাই বলিউডের সাবেক তারকাকে চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকতে হবে। নিয়মিত প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে। পরীক্ষার প্রতিবেদনে কোথাও এতটুকু সমস্যা দেখা যাওয়ামাত্রই আবার তাঁকে ক্যানসারের চিকিৎসা শুরু করতে হবে। সোনালি বেন্দ্রের স্বামী গোল্ডি বহেল এএনআইকে জানান, ‘সোনালি এখন সুস্থ আছেন। তিনি ভালো থাকার জন্য মুম্বাই ফিরে এসেছেন। চিকিৎসা তাঁর ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি দ্রুত সুস্থ হচ্ছেন। এখনকার মতো চিকিৎসা শেষ হলেও ক্যানসার রোগটি আবার ফিরে আসতে পারে।’

গতকাল সোমবার সকালে স্বামী গোল্ডি বহেলকে নিয়ে মুম্বাই ফিরেছেন সোনালি বেন্দ্রে। আর মুম্বাই ফিরে আসার আগে নিউইয়র্ক বিমানবন্দর থেকে নিজের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সোনালি বেন্দ্রে লিখেছেন, ‘আমার হৃদয় যেখানে, সেখানেই ফিরছি। এ অনুভূতি কোনো শব্দ দিয়ে বর্ণনা করতে পারব না।’

স্বামী গোল্ডি বহেলের সঙ্গে সোনালি বেন্দ্রে
স্বামী গোল্ডি বহেলের সঙ্গে সোনালি বেন্দ্রে

ইনস্টাগ্রামে সোনালি আরও লিখেছেন, ‘দূরত্ব অনুরাগ তৈরি করে। আবার দূরত্ব শেখায়ও। বাড়ি থেকে দূরে নিউইয়র্কে থাকতে থাকতে অনুধাবন করলাম, আমি অনেক ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি। সেগুলো বিভিন্নভাবে নিজেদের অধ্যায়গুলো লিখতে চাইছে। কষ্ট হলেও তারা থামেনি। একদিন সেটা শেষ হবে। আমি ফিরছি, যেখানে আমার হৃদয় পড়ে আছে। এর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু আমি করতে চাই। পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, নিজের প্রিয় কাজগুলো করার রোমাঞ্চ, সব থেকে বড় কথা হচ্ছে, এ পর্যন্ত টিকে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞ আমি। যুদ্ধ যদিও শেষ হয়নি এখনো, কিন্তু এই আনন্দময় বিরতিতে আমি খুশি।’

সোনালি বেন্দ্রের কাছের একটি সূত্র জানিয়েছে, জীবনের ওপর ক্যানসারের কোনো প্রভাব ফেলতে দেননি তিনি। সাহস করে কর্কট রোগের সঙ্গে লড়ে বিজয়ী হয়েছেন। চিকিৎসকেরা তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বন্ধু ও স্বজনদের অভাব বোধ করছিলেন বলে তিনি নিউইয়র্কে না থেকে মুম্বাই ফিরেছেন। এ সময় তাঁর জন্য ভীষণ আনন্দের। আর সোনালি বেন্দ্রে এখন এক মনোবলসম্পন্ন নারীর রোল মডেল। মর্যাদার সঙ্গে জীবনের কঠিনতম পরীক্ষা তিনি দিয়েছেন।