চলে গেলেন সাইদুল আনাম টুটুল

সাইদুল আনাম টুটুল
সাইদুল আনাম টুটুল

অভিনয়শিল্পী এবং ছোট ও বড় পর্দার বরেণ্য নির্মাতা ও চিত্র সম্পাদক সাইদুল আনাম টুটুল আর নেই। আজ মঙ্গলবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সময় পাশে ছিলেন তাঁর স্ত্রী মোবাশ্বেরা খানম। সাইদুল আনাম টুটুলের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। হাসপাতাল থেকে সাইদুল আনাম টুটুলের ভাতিজা সামিউল আনাম প্রথম আলোকে এই মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন। পাশাপাশি হাসপাতালের কাস্টমার কেয়ার থেকেও তা নিশ্চিত করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর দুই মেয়ে ঐশী আনাম ও অমৃতা আনাম এখন যুক্তরাষ্ট্রপ্রবাসী। গতকাল সোমবার বড় মেয়ে ঐশী আনাম দেশে ফিরেছেন। আগামীকাল বুধবার ছোট মেয়ে অমৃতা আনাম দেশে ফেরার পর সাইদুল আনাম টুটুলকে দাফন করা হবে।

মেয়ে ঐশী আনাম ও অমৃতা আনামের সঙ্গে সাইদুল আনাম টুটুল
মেয়ে ঐশী আনাম ও অমৃতা আনামের সঙ্গে সাইদুল আনাম টুটুল

গত শনিবার রাতে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। এরপর তাঁকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে দ্রুত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। এরপর তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ ছবিটি পরিচালনা করছিলেন সাইদুল আনাম টুটুল। আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্য কাহিনি’ বই থেকে ‘কালবেলা’ ছবির গল্প নেওয়া হয়েছে। ছবিটি প্রযোজনা করছে সাইদুল আনাম টুটুলের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আকার’। এর আগে সরকারি অনুদানে নির্মিত সাইদুল আনাম টুটুলের প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

‘কালবেলা’ ছবির শুটিংয়ের ফাঁকে স্ত্রী ও অন্যদের সঙ্গে সাইদুল আনাম টুটুল
‘কালবেলা’ ছবির শুটিংয়ের ফাঁকে স্ত্রী ও অন্যদের সঙ্গে সাইদুল আনাম টুটুল

সাইদুল আনাম টুটুল ডিরেক্টরস গিল্ডের প্রথম সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য। ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’য়ের মতো সিনেমার সঙ্গে রয়েছে তাঁর সংশ্লিষ্টতা। এই ছবিগুলোর সম্পাদনা করেছেন তিনি