খোঁজ রাখলে আমার সঙ্গে দেখা করতে পারবেন

শাবনূর
শাবনূর
এই বিভাগ আপনাদের। এখানে পাঠকের মুখোমুখি হচ্ছেন বিনোদনজগতের তারকারা। তাঁরা আপনাদের পাঠানো যেকোনো প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছেন। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনেত্রী শাবনূর

*এখন পর্যন্ত কতগুলো ছবিতে অভিনয় করেছেন? সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি কোনটি?
সব তো মনে নেই। তবে দুই শতাধিক তো হবেই। অগণিত জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি আছে। তার মধ্যে স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, তুমি আমার, বুকের ভিতর আগুন, ১ টাকার বউ–এর নাম বলতে পারি।

*আপনি কী খেতে বেশি পছন্দ করেন?
হাঁসের মাংস, সাদা ভাত। তবে থাই আর চায়নিজ খাবারও পছন্দ করি।

*আপনি বর্তমানে কোথায় থাকেন? আপনার সঙ্গে দেখা করতে চাইলে কখন কোথায় যেতে হবে?
গুলশানে থাকি। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যোগ দিই। খোঁজ রাখলে আপনি নিশ্চয় আমার সঙ্গে দেখা করতে পারবেন।

*আপনি কি প্রেম করে বিয়ে করেছিলেন? বিয়ের গল্পটা কেমন?
না, প্রেম করে না। বন্ধুত্ব থেকে বিয়ে। তবে বিয়ের গল্প তেমন ছিল না। বন্ধুর মতোই আমাদের বাসায় আসা–যাওয়া ছিল আমার হবু স্বামীর। আমার সব কাজেই সব সময় সহযোগিতা করত সে। একদিন ভাবলাম তাকে বিয়ে করলে কেমন হয়! ভাবনা থেকেই বিয়ে করে ফেললাম।

*সালমান শাহের সঙ্গে আপনার জুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাঁর সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল? একটি স্মৃতি বলুন?
বন্ধুর মতো সম্পর্ক ছিল। তাঁর মা তো আমাকে মেয়ে ডেকেছিলেন। সালমানের সঙ্গে অনেক স্মৃতি আছে। সালমান, সালমানের বউসহ শুটিংয়ের জন্য অনেক আউটডোর করেছি আমরা। একটা স্মৃতির কথা মনে আছে, বিচার হবে ছবির শুটিং চলছিল কক্সবাজারে। একদিন শুটিং শেষ করে আমি সালমান, ওর স্ত্রী মিলে সমুদ্রসৈকতে বারবিকিউ করেছিলাম। গভীর রাত পর্যন্ত আমরা সমুদ্রসৈকতে কাটিয়েছিলাম। খুব মজা হয়েছিল সেদিন। দিনটির কথা আজও খুব মনে পড়ে।

প্রশ্নগুলো করেছেন

মো. ফয়সাল মোল্লা, আগৈলঝাড়া, বরিশাল।

মো. আমিনুর ইসলাম, মোহাম্মদপুর, ঢাকা।

ঘোষণা

বিনোদনজগতের প্রিয় তারকার কাছে আপনার মনে জমে থাকা প্রশ্নের ঝুড়িটি খুলে ফেলুন। অন্তত পাঁচটি প্রশ্ন পৌঁছে দিন আমাদের কাছে। সঙ্গে পাঠান আপনার নাম (বাংলা বানানসহ) ও পূর্ণ ঠিকানা। আমরা সেগুলো নিয়ে মুখোমুখি হব আপনার প্রিয় তারকার সামনে। তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন পরবর্তী একটি সংখ্যায়।

চিঠি পাঠাতে খামের ওপর লিখুন

আপনার প্রশ্ন তারকার উত্তর

বিভাগীয় সম্পাদক, আনন্দ, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন

২০-২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫ অথবা

ই–মেইল করুন এই ঠিকানায়: [email protected]