কন্যার শিক্ষা নিয়ে উদ্গ্রীব শাহরুখ

সুহানা খান
সুহানা খান

কিং খানের কন্যা বলে কথা, তাঁকে তো পারদর্শী হতেই হবে। মেয়ে যেনতেনভাবে অভিনয়ে ক্যারিয়ার শুরু করুক, সেটা চান না শাহরুখ খান। তাই সুহানা খানকে অভিনয় শিখতে যুক্তরাষ্ট্র পাঠিয়েছেন বলিউডের বাদশা। তাঁর ইচ্ছে, যথাযথ প্রশিক্ষণ নিয়েই মেয়ে এই লাইনে আসুক।

‘জিরো’ ছবির শুটিং সেটে বাবাকে সহযোগিতা করেন সুহানা খান। এরপর সংবাদমাধ্যমকে শাহরুখ জানিয়েছিলেন, শেখার জন্য মেয়েকে বাইরে পাঠিয়েছেন তিনি। অভিনয়ের কোর্স করে পরে এসে কাজ শুরু করবে বলিউডে বা যেখানে তাঁর ইচ্ছে। তিনি বলেন, ‘সত্যি বলতে, আপনি ভালো অভিনেতা হতে পারবেন না, যদি আপনি এ বিষয়ের ওপর পড়াশোনা না করেন। এ জন্যই আমি সুহানাকে চার বছরের কোর্স করতে পাঠিয়েছি। যার যে বিষয়ে আগ্রহ আছে, সেটার ওপর প্রশিক্ষণ নিয়ে তারপর ওই কাজে নামা উচিত। সেটা অভিনয়ের ক্ষেত্রেও সত্যি।’

শাহরুখ খান ও সুহানা খান
শাহরুখ খান ও সুহানা খান

সুহানা লন্ডনে পড়াশোনা করছেন। এ অবস্থায় অভিনয়ের প্রশিক্ষণ নিতে তাঁকে যেতে হয়েছে যুক্তরাষ্ট্রে। পড়াশোনা শেষে অভিনয়ের ওপর ইন্টার্নশিপ করতে হবে তাঁকে। শাহরুখ বলেন, ‘গত বছর ইন্টার্নশিপের সময় আমি তাঁকে “জিরো”র সেটে ডেকেছিলাম। দুজন চমৎকার সময় কাটিয়েছি। আনন্দ খুব স্মার্ট পরিচালক। তিনি সুহানাকে সহকারী পরিচালক হিসেবে কাজে লাগিয়ে দেন। দেখলাম সুহানা বাড়িতে আমার আগেই প্রস্তুত। সময়মতো সেটে আসতে আমাকে সাহায্য করত সে।’

সুহানা খান
সুহানা খান

কেবল বাবার দিকেই খেয়াল রেখেছিল সুহানা? না। ‘জিরো’ ছবিতে বাবার দুই সহশিল্পী ক্যাটরিনা কাইফ আর আনুশকা শর্মার দিকেও ছিল সুহানার নজর। শাহরুখ বলেন, ‘জিরোর দুই অভিনেত্রী দুটি ভিন্ন ও ব্যতিক্রম চরিত্রে অভিনয় করেছে। সুহানা ছিল আনুশকার ঘনিষ্ঠ। কিন্তু দেখতাম সে দুজনকেই গভীরভাবে লক্ষ করছিল।’ ডেকান ক্রনিকল