এবার 'আমি তো ভালা না ২'

‘আমি তো ভালা না ২’ গানের মিউজিক ভিডিওতে কামরুজ্জামান রাব্বি
‘আমি তো ভালা না ২’ গানের মিউজিক ভিডিওতে কামরুজ্জামান রাব্বি

‘অতীতের কথাগুলো, পুরোনো স্মৃতিগুলো
মনে মনে রাইখো
আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো...’

দারুণ জনপ্রিয় এই গানের শিল্পী কামরুজ্জামান রাব্বি। এ বছর ৭ ফেব্রুয়ারি কামরুজ্জামান রাব্বি তাঁর ইউটিউব চ্যানেলে প্রথম গানটি প্রকাশ করেন। আজ সোমবার দুপুর পর্যন্ত গানটি ৮২ লাখ ৪৭ হাজার ২৬০ বার দেখা হয়েছে। এ ছাড়া ইউটিউবে আরও কয়েকটি চ্যানেলে রয়েছে গানটি। সব মিলিয়ে ইউটিউবে গানটি এরই মধ্যে এক কোটিবার দেখা হয়ে গেছে। আজ সকালে রূপকথা মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘আমি তো ভালা না ২’ শিরোনামে কামরুজ্জামান রাব্বির আরেকটি গান এসেছে। তাঁর এবারের গানের স্থায়ী অংশটুকু হলো—

‘আমি তো ভালা না
পিরিতের মালা না
আমার সনে প্রেম করা কি চলে
দোয়া করি থাইকো তুমি
ভালা লোকের দলে...’

আজ দুপুরে প্রথম আলোকে কামরুজ্জামান রাব্বি জানালেন, ‘আমি তো ভালা না ২’ শিরোনামে তাঁর গাওয়া আরেকটি গান এসেছে। বললেন, ‘আমার প্রথম গানটি অসংখ্য শ্রোতা শুনেছেন। আশা করছি, এই গানটিও সবাই শুনবেন। কারণ, গানটি অনেক ভালা।’ আরও বললেন, ‘নতুন বছরে সব শ্রোতার জন্য এই গানটি আমার উপহার। ২০১৮ সালে আমি শ্রোতাদের কাছ থেকে অনেক পেয়েছি। আমি শ্রোতাদের কাছে কৃতজ্ঞ। তাই নতুন বছরে শ্রোতাদের আরেকটি গান উপহার দেওয়ার তাগিদ অনুভব করছিলাম।’

‘আমি তো ভালা না’ আর ‘আমি তো ভালা না ২’ গান দুটির কথায় যথেষ্ট মিল রয়েছে। কামরুজ্জামান রাব্বি বললেন, ‘প্রথম গানটি আমি নিজ উদ্যোগেই তৈরি করেছিলাম। কিন্তু এবার আমার নতুন গানটি প্রযোজনা করেছে রূপকথা মিউজিক। এই প্রতিষ্ঠান থেকেই এমনটা চাওয়া হয়েছে। প্রথম গানটি মাথায় রেখেই দ্বিতীয় গানটি তৈরি করা হয়েছে। তাই ঘুরেফিরে প্রথম গানের কথা এবং ভাবনার সঙ্গে দ্বিতীয় গানটির কিছু মিল রয়েছে। আর তা সচেতনভাবেই করা হয়েছে।’ ‘আমি তো ভালা না ২’ গানের কথা লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশি।

‘আমি তো ভালা না ২’ গানটির শুটিং হয়েছে রাজধানীর রমনা পার্কে। কামরুজ্জামান রাব্বি বললেন, ‘প্রথম গানটির শুটিং করেছিলাম শ্রীমঙ্গলে এক চা–বাগানে। ইউটিউবে আপনারা যে গানটি দেখেছেন, তার ভিডিও করা হয়েছে আমার মোবাইল ফোন দিয়ে। পুরো ব্যাপারটির মধ্যেই অপেশাদারি ছিল। তবে সবকিছু মিলিয়ে শ্রোতারা গানটিকে দারুণভাবে গ্রহণ করেছেন। কিন্তু নতুন গানটিতে একটু খেয়াল করলে দেখবেন, এবার সবকিছুতেই পেশাদারিটা আছে।’

এদিকে ‘আমি তো ভালা না’ গানটি নিয়ে এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, আসলে গানটি কে লিখেছেন? কারণ, গানটির গীতিকার হিসেবে কয়েকজন দাবি করেছেন। গানের মাঝে কামরুজ্জামান রাব্বি বলেছেন, গানটির গীতিকার মাহবুব শাহ। কিন্তু সম্প্রতি টিটু পাগল নামের আরেকজন ব্যক্তি নিজেকে গানটির গীতিকার হিসেবে দাবি করেন। ওই সময় তিনি বলেন, গানটি তাঁর কাছ থেকে শুনে মাহবুব শাহ নিজের নামে চালিয়ে দিয়েছেন।

কামরুজ্জামান রাব্বি বলেছেন, ‘এরপরই টিটু পাগলকে মাহবুব শাহর সঙ্গে বসার জন্য অনুরোধ করেছি। এখানে আমি শুধু গানটি গেয়েছি মাত্র। কে গীতিকার আর কে সুরকার, তা নিয়ে গবেষণা করে গান গাওয়া সম্ভব? আমি তাঁকে বলেছি, আপনারা বসে ঠিক করুন আসলে গানটি কার। আপনার দাবি সত্যি হলে অবশ্যই সংবাদ সম্মেলন করে সবাইকে বলব। ব্যাপারটি মীমাংসার জন্য দুটি তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু টিটু পাগল আসেননি।’ তিনি আরও বলেন, ‘আমি কিন্তু কোথাও কখনো বলিনি, মাহবুব শাহ আমার জন্য গানটি লিখেছেন। কিংবা আমার সামনে বসে গানটি তিনি রচনা করেছেন। আমি শুধু গানটি গেয়েছি। আজ গানটি ভাইরাল হয়েছে, সবাই শুনছেন। অন্য শিল্পীরাও গাইছেন। এটা আমার অপরাধ?’