দর্শক হওয়া কঠিন!

● সাধারণ দর্শক হিসেবে অভিনেত্রী তানজিন তিশার অভিনয় কেমন লাগে?
সুযোগ পেলেই নিজের কাজ দেখি। ইউটিউবে খুঁজে খুঁজে দেখি কোন কাজটা কীভাবে নিলেন দর্শক, আমি নিজে কতটা পরিপক্ব হলাম। কিন্তু দর্শক হিসেবে যদি নিজের অভিনয়ের মূল্যায়ন করতে বলেন, তাহলে সেটা আমি পারব না। এ ব্যাপারে আমার পক্ষে দর্শক হওয়া কঠিন!
● যদি ‘ইউটার্ন’ টেলিছবিতে আপনার অভিনয়কে মূল্যায়ন করতে বলি, তাহলে ১০-এ নিজেকে কত নম্বর দেবেন?
আমি তো এখন অর্ধেক নম্বরও দেব না। কারণ ওটা ছিল আমার প্রথম টেলিছবি। খুবই অপরিপক্ব অভিনয় করেছি। আমি জানি না দর্শক কেন কীভাবে আমাকে গ্রহণ করলেন। আমি এটার জন্য সেরা নবীন শিল্পী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েও অবাক হয়েছি। আমি এই টেলিছবিতে আমাকে অভিনয় করানোর জন্য আমার পরিচালক রেদওয়ান রনিকে কৃতজ্ঞতা জানাতে চাই। তাঁরই কৃতিত্বে ইউটার্ন এতটা প্রশংসিত হয়েছে। তবে আমি নিজের অভিনয়কে ১০-এ ১ নম্বরের বেশি দেব না।
● নাটকে কোন নায়কের বিপরীতে অভিনয় করতে ভালো লাগে?
আফরান নিশো।
● অভিনয়, মডেলিং, উপস্থাপনা—এর মধ্যে কোনটি বেশি ভালোবাসেন?
আমি উপস্থাপনা খুব কম করেছি। দুই বা তিনটি অনুষ্ঠান হবে। তা-ও শখের বশে। আর মডেলিং করেছি টানা তিন–চার বছর। সেটাও আমার খুব প্রিয়। কিন্তু আপাতত অভিনয়টাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। তাই এ তিনটির মধ্যে অভিনয়কে এগিয়ে রাখব আমি।
● বিয়ের পিঁড়িতে কবে বসছেন?
আমি নিজেই এখন প্রস্তুত নই। আমার মনে হয় বিয়ের জন্য আমার বয়স এখনো অনেক কম। এখনো অনেক কাজ বাকি, লক্ষ্য অর্জন বাকি। তাই বিয়ে নিয়ে আপাতত ভাবছি না।
● আপনি এত বেশি ইনোসেন্ট কেন?
আমিও মাঝেমধ্যে এটা ভাবি, আমি এত ‘ইনোসেন্ট’ কেন? আমার ব্যক্তিত্বে দুটি বৈশিষ্ট্য প্রবল। আমার সরলতা আর বদমেজাজ। মানে আমি খুব শর্ট টেম্পার্ডও। সবাই হয়তো আমার ইনোসেন্সটা দেখে, শর্ট টেম্পারটা দেখে না।
প্রশ্নগুলো করেছেন: শিমুল আহম্মেদ, সাতক্ষীরা