খাবারের মধ্য দিয়ে দুজন মানুষের বন্ধুত্ব

‘আহা রে...’ ছবির টিজার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত ও রঞ্জন ঘোষের সঙ্গে আরিফিন শুভর সেলফি
‘আহা রে...’ ছবির টিজার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্ত ও রঞ্জন ঘোষের সঙ্গে আরিফিন শুভর সেলফি

‘আহার থেকে আহা রে। আবার আহা রে ইমোশনও।’ নতুন ছবি ‘আহা রে...’র ভাবনা নিয়ে এভাবেই বললেন পরিচালক রঞ্জন ঘোষ। গতকাল বৃহস্পতিবার মধ্য কলকাতার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে ছবিটির টিজার প্রকাশ করা হলো। এই ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ আর ভারতের ঋতুপর্ণা সেনগপ্ত। রঞ্জন ঘোষ আরও বলেন, এই দুজনই খেতে এবং রান্না করতে ভালোবাসেন। খাবার ও রান্নার মধ্যে যে শিল্প আছে, এর প্রতি তাঁরা দুজনই কমিটেড। এটা প্রেমের গল্প তো বটেই, সঙ্গে জীবনযুদ্ধ আর দায়িত্ববোধের কথাও বলা হচ্ছে।

ঢাকার এক মুসলিম বাঙালি শেফ এবং কলকাতার এক বাঙালি হিন্দু হোম কুকের দেখা হওয়া নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। বাঙালি শেফের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ আর হিন্দু হোম কুক ঋতুপর্ণা সেনগুপ্ত। ভারতীয় সংবাদমাধ্যমকে রঞ্জন ঘোষ বলেন, হিন্দু-মুসলিমের প্রেম শুনলেই আমাদের মনে হয় খুব হিংস্র কিছু হতে চলেছে। কিন্তু সব সময় শুধু ধর্ম প্রেমে সমস্যা সৃষ্টি করে না, পারিপার্শ্বিক পরিস্থিতির জন্যও প্রেমিক–প্রেমিকাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই বার্তাই খাবারের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

‘আহা রে...’ ছবির দৃশ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরিফিন শুভ
‘আহা রে...’ ছবির দৃশ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরিফিন শুভ

এই অনুষ্ঠানে ছবিটি নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘প্রেমকে কীভাবে খাবারের মধ্য দিয়ে সমৃদ্ধ করতে পারি। আর খাবার মানুষের জীবনে কত বড় একটা জায়াগাজুড়ে আছে, যেখানে খাবারের মধ্য দিয়ে আমরা প্রেমকে ছুঁতে পারি। পরিচালক এখানে প্রেমকে বেশি হাইলাইট না করে প্রেমে কীভাবে পৌঁছাবে, সেটা দেখিয়েছেন। জীবনের কোন কোন দিকগুলো মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলো আমরা পাই এই ছবিতে।’

তিনি আরও বলেন, ‘২০১৯ সালের শুরুটা যাতে খুব সুন্দরভাবে করতে পারি, সেই চেষ্টা আমাদের ছিল। তাই নতুন বছরে আমরা “আহা রে...” ছবিটি দর্শকদের সামনে নিয়ে আসছি। “আহা রে...” নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা। আমি চাই, ছবিটি দর্শকদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে যাক।’

ছবিতে তাঁর সহশিল্পীকে নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, আরিফিন শুভ দারুণ কাজ করেছেন। আর আরিফিন শুভ বলেন, ‘গল্পটা শুনে আমি প্রেমে পড়ে যাই। কলকাতায় কাজ করা আমার প্রথম ছবি “আহা রে...”। কাজটা সবার ভালো লাগুক, এটাই আশা।’

‘আহা রে...’ ছবির দৃশ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরিফিন শুভ
‘আহা রে...’ ছবির দৃশ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরিফিন শুভ

‘আহা রে...’ ছবির টিজারে দেখা যায়, নামাজ শেষ। এরপর অ্যাপ্রোন পরে রান্না করছেন এক তরুণ। সরস্বতী পূজার অঞ্জলি শেষ করেছে মেয়েটি। রান্নাঘরে ছড়িয়ে আছে সবজি। তার মধ্যে বসেই রান্না করছে সে।

এদিকে এই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আরিফিন শুভ। এর সঙ্গে তিনি জানালেন, ভারতে ‘আহা রে’ ছবিটি মুক্তি পাবে ৮ ফেব্রুয়ারি।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ঋতুপর্ণা সেনগুপ্তর ভাবনা আজ ও কাল।