দেশের তিন তারকার কলকাতা মিশন

বিজয়া ছবির প্রচারণায় জয়া আহসান এবং পরিচালক ও অভিনেতা কৌশিক গাঙ্গুলী
বিজয়া ছবির প্রচারণায় জয়া আহসান এবং পরিচালক ও অভিনেতা কৌশিক গাঙ্গুলী

একসঙ্গে কলকাতায় শুরু হলো দেশের তিন তারকার ‘অন্যরকম’ মিশন। একজনের মুক্তি পেল ছবি। বাকি দুজনের টিজার ও ট্রেলার। এর মধ্যে গত শুক্রবার পশ্চিমবঙ্গের ৭১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘বিজয়া’ ছবিটি। ছবিটির প্রচারণায় এখন তিনি আছেন কলকাতাতেই। ছুটছেন বিভিন্ন প্রেক্ষাগৃহে। এটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। মুক্তির পর থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানালেন জয়া আহসান। গতকাল ফেসবুকের মাধ্যমে কথা হয় তাঁর সঙ্গে। বললেন, ‘যে প্রেক্ষাগৃহেই যাচ্ছি, দেখছি হাউসফুল। অনেকে বলছেন, এটা বিসর্জন–এর চেয়েও ভালো হয়েছে। দর্শকেরা উপভোগ করছেন এতেই আমি খুশি।’ বলে রাখা ভালো, এটি একই পরিচালকের ‘বিসর্জন’ ছবিটির সিকুয়েল। বিসর্জন মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। শুক্রবার বাংলাদেশে মুক্তি পেয়েছে ছবিটি।

প্রেম আমার ২ তে অভিনয় করেছেন পূজা চেরি
প্রেম আমার ২ তে অভিনয় করেছেন পূজা চেরি

এদিকে গত বৃহস্পতিবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ অভিনীত ‘আহা রে’ ছবির টিজার। টিজার প্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে দুই দিনের জন্য কলকাতায় গিয়েছিলেন শুভ। ফিরে এসে বললেন, ‘টিজারে পরিচালক মূল গল্পটা বলতে চাননি। শুধু একটু ধারণা দিয়েছেন। তবে এই ছবির মূল চরিত্র খাবার। সেটা ঘিরেই এগিয়েছে পুরো গল্পটা।’

কলকাতায় নির্মিত এই ছবির অনবদ্য একটি চরিত্রে অভিনয় করেছেন দেশের এই চলচ্চিত্র অভিনেতা। টিজার মুক্তির সময় উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক রঞ্জন ঘোষ, অভিনেত্রী ঋতুপর্ণাসহ ছবির বাকি কলাকুশলী। ছবিটি কলকাতায় মুক্তি পাবে আগামী ৮ ফেব্রুয়ারি। সে সময় আবারও কলকাতায় যাওয়ার কথা আছে এই অভিনেতার। ছবিটি প্রসঙ্গে আরও যোগ করলেন, ‘এখন তো পুরো পৃথিবীতে সিনেমার গল্পের ধরন পরিবর্তন হয়েছে। এটাও একটা অন্যরকম গল্প।’ বললেন, ‘কলকাতায় মুক্তির পরপরই আমাদের দেশীয় দর্শকেরা উপভোগ করতে পারবেন। সেভাবেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।’

এদিকে গত শুক্রবার ‘প্রেম আমার ২’ নামের একটি যৌথ প্রযোজনার ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। এটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেশের তরুণ অভিনেত্রী পূজা চেরি। আর কলকাতার আদ্রি। পরিচালনা করেছেন বিদুলা ভট্টাচার্য। প্রযোজক হিসেবে বাংলাদেশ থেকে আছে জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন। বাংলাদেশ অংশের প্রযোজক আবদুল আজিজ জানালেন, ‘একটা পরিচ্ছন্ন গল্পের সিনেমা এটি। ট্রেলার মুক্তির পর হলের মালিকেরা আগ্রহ দেখাচ্ছেন। ইচ্ছা আছে দুই বাংলায় একই সঙ্গে ২৫ জানুয়ারি মুক্তি দেওয়ার।’ উল্লেখ্য, পূজা চেরি ও আদ্রি অভিনীত প্রথম ছবি ‘নূর জাহান’।