দেশের কৃতীদের নিয়ে 'আমাদের সন্তানেরা'

মানুষ কখনো কখনো তার স্বপ্নের চেয়ে বড় হয়, আবার কখনো স্বপ্ন মানুষকে তার সময়ের সীমা ছাড়িয়ে নিয়ে যায় দূর ভবিষ্যতের পথে। বিজ্ঞান, সাহিত্য, শিল্প, বিপ্লব, ক্রীড়া অর্থাৎ মানুষের সৃষ্ট সব বিদ্যায় ও মানবিকতায় নতুন শতকে নতুন দিনের মানুষেরা যেন শত-সহস্র প্রতিভায় দীপ্ত হয়ে মানব সমাজ ও সভ্যতাকে নিয়ে যাচ্ছে এক অনুকরণীয় উচ্চতায়। প্রতিদিনের দেখা মানুষ হঠাৎ যেন বিশাল এক মানুষ হয়ে এসে দাঁড়ায় সামনে। সবাই বিস্মিত হয়, চমকে ওঠে, ভাবে—এই মানুষ কোথায় ছিলেন, কোথা থেকে এলেন! ‘আমাদের সন্তানেরা’ অনুষ্ঠানে নাসির উদ্দীন ইউসুফ এমনই চমক আর ঘোর লাগা মানুষগুলোকে জানতে চেয়েছেন, জানাতে চেয়েছেন সবাইকে।
১০ জানুয়ারি চ্যানেল আইয়ে শুরু হচ্ছে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সংগঠক, নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফের পরিকল্পনা ও সঞ্চালনায় অনুষ্ঠান ‘আমাদের সন্তানেরা’। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক ও নাসির উদ্দীন ইউসুফ।

ফরিদুর রেজা সাগর বলেন, ‘চ্যানেল আইয়ের বয়স ২০ বছর। সব সময়ই বলেছি, আমাদের এমন কিছু করে যাওয়া উচিত, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে সহায়ক হবে। আমি মনে করি এ অনুষ্ঠানের মাধ্যমে সেই কাজটি করতে যাচ্ছি।’
নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘তরুণদের নিয়ে আমি সব সময় আশাবাদী। সব সময় তরুণদের সঙ্গ পছন্দ করি। তাদের অর্জনগুলোকে সামনে তুলে ধরে আরও তরুণদের উদ্বুদ্ধ করতেই অনুষ্ঠানটির পরিকল্পনা করেছি। আশা করছি, অনুষ্ঠানটি বাংলার সব তরুণকে স্পর্শ করবে। যদি সেটা সম্ভব হয়, তাহলে আমাদের পরিশ্রম সফল হবে।’
যে তরুণেরা দেশে-বিদেশে দারুণ দারুণ সব কীর্তি গড়েছেন, তাঁদের নিয়ে এমন অনুষ্ঠান নির্মাণের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানান আনিসুল হক।
‘আমাদের সন্তানেরা’ পরিচালনা করছেন রেহানা সামদানী। অনুষ্ঠানটি নিবেদন করেছে ইউসিবি। অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার রাত সাড়ে আটটায়। প্রথম পর্বের অতিথি গণিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশি স্বর্ণ পদকজয়ী আহমেদ জাওয়াদ চৌধুরী। অন্য পর্বগুলোতে থাকবেন সাজিদ ইকবাল, ডা. জোবায়ের চিশতী, পনির, শাওন ও শম্পা, মেহজাবিন ও কেয়া, আতিক, যশোধর প্রামাণিক, রাহাতুল খান, সাজ্জাদ হোসেন প্রমুখ। মাসের দ্বিতীয় ও চতুর্থ বৃহস্পতিবার প্রচারিত হবে অনুষ্ঠানটি।