কথাগুলো কাকে বলেছেন মৃণাল সেন?

জার্মানির ফ্রাঙ্কফুর্টে কুণাল সেন ও মৃণাল সেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া
জার্মানির ফ্রাঙ্কফুর্টে কুণাল সেন ও মৃণাল সেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘তুমি ভালো আছ? আমি ভালো নেই।’ বাবা মারা যাওয়ার পর তাঁর টেবিল ঘাঁটতে গিয়ে একটা খাতা নজরে আসে। তাতে এক লাইন লেখা। কবে লিখেছিলেন কিংবা কাকে লিখেছিলেন, তা জানা নেই, তবে শেষ কয়েক মাসের মধ্যেই হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন কুণাল সেন। তিনি ভারতের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের ছেলে। গত ৩০ ডিসেম্বর কলকাতার ভবানীপুরের নিজ বাসভবনে মারা যান। কুণাল সেন যুক্তরাষ্ট্রের শিকাগো থাকেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি কলকাতায় আসেন।

বাবার এই একটি লাইন নিয়ে কুণাল সেন ফেসবুকে আরও লিখেছেন, ‘কেন লিখেছিলেন? কার উদ্দেশে লেখা? এসব আমরা কোনো দিন জানব না। শুধু এটাই জানব, মানুষের শেষ জীবনটা বড় ভয়ংকর। একজন মানুষ, যিনি সারা জীবন কাটিয়েছেন ব্যস্ততার মধ্যে, বন্ধুদের মধ্যে, তাঁর শেষ জীবনটা কেটেছে একাকী আর অসহায়ভাবে!’

মৃণাল সেনের মৃত্যুর পর এই একটি লাইন সামনে আসার পর অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বাস্তব কতটা কঠিন, তা-ই যেন বারবার সবাইকে মনে করিয়ে দিচ্ছে। একটা ব্যাপার খুব সত্যি বলে প্রমাণিত হয়েছে, অনেকের প্রিয় হলেও বাস্তবে মৃণাল সেন ছিলেন একেবারেই একা।