'আমিই দায়ী...আমি ক্ষমাপ্রার্থী'

কফি উইথ করন অনুষ্ঠানে হার্দিক পাণ্ডে এবং রাহুল
কফি উইথ করন অনুষ্ঠানে হার্দিক পাণ্ডে এবং রাহুল

করণ জোহরের সঙ্গে কফি খেতে গিয়ে মহাবিপদে পড়েছেন ভারতের দুই ক্রিকেট তারকা। উসকানিমূলক প্রশ্নের বেফাঁস উত্তর দিয়ে সমালোচিত হয়ে দল থেকেও বাদ পড়েছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডে এবং রাহুল। অন্যদিকে করণ জোহরের সমালোচনাও করছেন অনেকে। নিজের টক শোয় ডেকে এই ধরনের প্রশ্ন তিনি কেন করলেন? যদিও এ দুই ক্রিকেটারের ক্ষতি করে এত দিন পর ক্ষমা চেয়েছেন বলিউডের এই তারকা পরিচালক।

‘কফি উইথ করন-৬’-এ অশালীন বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন হার্দিক পাণ্ডে এবং রাহুল। বলিউড ও ক্রিকেটমহল, সব জায়গাতেই ‘ছি ছি’ শুরু হয়ে গিয়েছিল। তারপর ভারতের ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে এ দুই ভারতীয় খেলোয়াড়কে। এ ঘটনায় ভীষণ দুঃখ পেয়েছেন করণ জোহর। ক্ষমা চেয়েছেন তিনি। ঘটনার পুরো দায় নিজের কাঁধে তুলে নিয়ে তিনি বলেন, ‘এই ঘটনার জন্য আমিই দায়ী। কারণ আমার অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছে। আমি ক্ষমাপ্রার্থী।’ নিজের অনুষ্ঠানের অতিথিদের কেন এ ধরনের প্রশ্ন করেন তিনি? এমন প্রশ্নে এক সংবাদমাধ্যমকে করণ বলেছেন, ‘এ জন্য নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। যেহেতু আমি তাঁদের আমন্ত্রণ জানিয়েছিলাম, তাই ভুলত্রুটি যা-ই হোক, তার দায়ও আমার। আমি তাঁদের যে ক্ষতি করেছি, সেটা কীভাবে পূরণ করব ভেবে রাতের পর রাত আমি ঘুমাতে পারিনি।’

করণ জোহর
করণ জোহর

তবে করণ জোহর মনে করিয়ে দেন, বিতর্কিত ওই পর্বে হার্দিক ও রাহুলকে করা প্রশ্নটি অন্য অতিথিদেরও করা হয়েছিল। তাঁরা কিন্তু বুঝেই উত্তর দিয়েছিলেন। করণ বলেন, ‘দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাটকেও একই প্রশ্ন করেছিলাম। উত্তরে অতিথিরা কী বলবেন, সেটা আমি ঠিক করে দিই না।’ করণ জোহর দাবি করেন, তাঁর অনুষ্ঠানের আসল দর্শক নারীরা। অথচ তাঁদের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন অভিযোগ আসেনি।

করণ জোহর যত যুক্তির কথাই বলুন না কেন, তাঁর অনুষ্ঠানে কফি খেতে গিয়ে দুই ক্রিকেটারের ক্যারিয়ারের ক্ষতি হয়ে গেছে। এ প্রসঙ্গে করণ জোহর বলেন, ‘তাঁদের জীবনে যা ঘটেছে, সে জন্য আমি অনুতপ্ত।’ তবে বাঁকা কথা বলতেও ছাড়েননি করণ জোহর। তিনি বলেন, ‘আমি নাকি আলোচিত হয়ে দর্শক বাড়ানোর জন্য অতিথিদের এই ধরনের প্রশ্ন করি। আমাকে টিআরপি নিয়ে ভাবতে হয়? অনুষ্ঠান উপস্থাপনা করা আমার প্রধান পেশা নয়। প্রধান পেশায় আমি সফল বলেই আজ এ রকম অনুষ্ঠান করতে পারছি।’ সূত্র: বলিউড হাঙ্গামা