নিজেকে বড় পর্দায় দেখে মুগ্ধ অঙ্কিতা

অঙ্কিতা লোখান্ডে
অঙ্কিতা লোখান্ডে

অঙ্কিতা লোখান্ডে ছোট পর্দার তারকা। তাঁর শুরুটা হয়েছিল ২০০৯ সালে, জি টিভির ‘পবিত্র রিস্তা’ সিরিয়াল দিয়ে। পুরো ছয় বছর তিনি যুক্ত ছিলেন এই সিরিয়ালের সঙ্গে। একই সময় তিনি কালারস টিভির ‘ঝলক দিখলা যা’র চতুর্থ মৌসুমে আর সনি টিভির ‘কমেডি সার্কাস’ রিয়েলিটি শোর প্রতিযোগী ছিলেন। এরপর তিনি অভিনয় করেছেন লাইফ ওকে চ্যানেলের ‘এক থি নায়িকা’ সিরিয়ালে। এখন তিনি কাজ করছেন কালারস টিভির ‘শক্তি: অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়ালে। প্রথম সিরিয়াল ‘পবিত্র রিস্তা’য় অভিনয় করে পেয়েছেন ‘তৃতীয় বোরোপ্লাস গোল্ড অ্যাওয়ার্ডস’, ‘চতুর্থ বোরোপ্লাস গোল্ড অ্যাওয়ার্ডস’, ‘পঞ্চম বোরোপ্লাস গোল্ড অ্যাওয়ার্ডস’, ‘ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ডস’, দুবার ‘স্টার গিল্ড অ্যাওয়ার্ডস’ ও ‘ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস’।

এবার অঙ্কিতা লোখান্ডে অভিনয় করেছেন চলচ্চিত্রে। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে তাঁর প্রথম চলচ্চিত্র ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘ঝলকারি বাঈ’। রানি লক্ষ্মীবাঈয়ের জীবনের ওপর ভিত্তি করে ছবির কাহিনি। তিনি ছিলেন স্বাধীনতাযুদ্ধের অন্যতম কান্ডারি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাঁর রাজ্য দখল করে নিতে চায়। তখন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ১৮৫৭ সালের মহা বিদ্রোহকে দেখানো হয়েছে এই ছবিতে।

প্রেক্ষাগৃহে বড় পর্দায় নিজেকে দেখে মুগ্ধ অঙ্কিতা লোখান্ডে। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবি দেখে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘নিজেকে বড় পর্দায় দেখেছি। আমার অনেক দিনের স্বপ্ন আজ সত্যি হলো। আমার কঠোর পরিশ্রম বাস্তবের রূপ পেয়েছে। এটা আমার জন্য আবেগঘন মুহূর্ত।’ এই দীর্ঘ যাত্রায় যাঁদের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন, যাঁদের অবদান রয়েছে, তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার এই দীর্ঘ যাত্রায় লক্ষ্যপূরণে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। একতা কাপুরকে ধন্যবাদ। তিনিই আমাকে প্রথম “পবিত্র রিস্তা” সিরিয়ালে সুযোগ দেন। সেখান থেকেই আমি নিজের পরিচিতি তৈরি করতে পেরেছি।’

‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবিতে রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রনৌত। তাঁর প্রতি কৃতজ্ঞ অঙ্কিতা লোখান্ডে। লিখেছেন, ‘তিনি সেরা সহশিল্পী। সব সময় আমি তাঁর পাশে থাকব।’

‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবিতে অঙ্কিতা লোখান্ডে
‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবিতে অঙ্কিতা লোখান্ডে

ভক্ত ও দর্শকদের শুভেচ্ছা জানাতে ভোলেননি অঙ্কিতা লোখান্ডে। তিনি লিখেছেন, ‘আজ আমি যা হয়েছি, ভক্তদের ভালোবাসায়ই হয়েছি। তাদের প্রতি কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার জীবনের সব পর্যায়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার আশা, আগামী দিনেও সবাই আমাকে ভালোবাসায় ভরিয়ে দেবেন। এই ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।’