কঙ্গনার ওপর চটেছেন মিষ্টি

ছবির শুটিং সেটে মিষ্টি চক্রবর্তী ও কঙ্গনা রনৌত
ছবির শুটিং সেটে মিষ্টি চক্রবর্তী ও কঙ্গনা রনৌত

মুক্তির পর থেকে ‘মনিকর্নিকা’ বেশ ভালোই ব্যবসা করছে। তবে ছবিটি নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি ক্ষোভের খেলা যেন থামছে না। এরই মধ্যে দৃশ্য কাটার অভিযোগে অভিনেত্রী মিষ্টি চক্রবর্তী খেপেছেন পরিচালক কঙ্গনার বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ছবি থেকে সব শিল্পীরই কিছু না কিছু দৃশ্য ফেলে দেওয়া হয়েছে। কিন্তু আসলেই কি তাই?

‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাসি’ ছবিতে ঝলকারি বাঈয়ের চরিত্রে দারুণ অভিনয় করেছেন অঙ্কিতা লোখান্ডে। দৃশ্য ফেলে দেওয়া নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। এ নিয়ে কিছু বলতেও পারব না। ছবি থেকে আমার কোনো দৃশ্য কমানো বা বাদ দেওয়া হয়নি। যে দৃশ্যগুলো ধারণ করা হয়েছিল তার সবই আছে। ফলে এ নিয়ে আমার কোনও অভিযোগ নেই।’

ছবির সাবেক পরিচালক কৃষ বলেছিলেন, ছবিতে মিষ্টি চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হবে। সেভাবেই ছবির শুটিং করা হয়। কিন্তু কোথায় সেগুলো? কঙ্গনার বিরুদ্ধে ছবি থেকে দৃশ্য বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী মিষ্টি চক্রবর্তী বলেন, ‘কৃষের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে এ নিয়ে আলাপ হয়েছিল। তিনি সেভাবেই আমাকে দিয়ে কাজ করিয়েছিলেন। এখন দেখি পরিচালকও নেই, আমার দৃশ্যও নেই। সুন্দর কিছু দৃশ্য ছিল আমার, কিন্তু ছবি থেকে সেগুলো হাওয়া। আমি গুরুত্বপূর্ণ এ ছবির একটি গুরুত্বহীন অংশ হতে চাইনি। বলিউডে হয়তো আমার উল্লেখযোগ্য উপস্থিতি নেই, কিন্তু অন্য ভাষার ছবিগুলোতে আমি গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছি।’ তাঁর দাবি, প্রায় সব অভিনয়শিল্পীর দৃশ্যই কেটে বাদ দেওয়া হয়েছে ‘মনিকর্নিকা’ থেকে। কিন্তু বাস্তবে ঘটনা সেটা নয়। হয়তো কেবল তাঁর কিছু দৃশ্যই বাদ দিয়েছেন ছবির পরিচালক ও অন্যতম অভিনয়শিল্পী কঙ্গনা রনৌত।

অঙ্কিতা লোখান্ডে ও কঙ্গনা রনৌত
অঙ্কিতা লোখান্ডে ও কঙ্গনা রনৌত

এদিকে ছবিটির সাবেক পরিচালক কৃষ ছবি নিয়ে কঙ্গনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। দৃশ্য কেটে ছবিটিকে ছোট করে ফেলা প্রসঙ্গে তিনি বলেছেন,১শ মিনিটের ছবি, ৪০ মিনিট কেটে ফেললে কী থাকে? এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সোনু সুদ কোনো নারী পরিচালকের অধীনে কাজ করবেন না, পত্রিকায় এ খবর পড়ে আমার খারাপ লেগেছিল। ছবিটা থেকে সরে যাওয়ার জন্য আমি তাঁকে দোষারোপ করব না। কেননা বিরতির আগেই তাঁর চরিত্রটাকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়’

‘মনিকর্নিকা’ ইতিমধ্যে ৫০ কোটি রুপি ব্যবসা করে ফেলেছে। এত আলোচনা-সমালোচনা-বিতর্ক চলতে থাকলেও ছবিটি মানুষকে হতাশ করেনি। সূত্র: ইন্ডিয়া টুডে