ভালোবাসা দিবসে পাহাড়ি মেয়েদের গান

‘এফ মাইনর’ ব্যান্ডের পাঁচ সদস্য বাঁ থেকে: গ্লোরিয়া মান্দা, দিবা চিছাম, একিউ মারমা, নাদিয়া রিছিল ও পিংকি চিরান
‘এফ মাইনর’ ব্যান্ডের পাঁচ সদস্য বাঁ থেকে: গ্লোরিয়া মান্দা, দিবা চিছাম, একিউ মারমা, নাদিয়া রিছিল ও পিংকি চিরান

২০১৬ সালের অক্টোবরে পাঁচজন মিলে গড়ে তুলেছিলেন ‘এফ মাইনর’ ব্যান্ড। পাঁচজনই দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী। পড়াশোনার পাশাপাশি ব্যান্ডের মাধ্যমে নিজের সংস্কৃতির গানই শুধু নয়, গাইতেন বাংলা গানও। তবে এফ মাইনর খবরের শিরোনাম হলো অন্য কারণে। এবারই প্রথম একটা মিউজিক ভিডিও আসছে তাদের। বেশ আয়োজন করে বান্দরবানের বিভিন্ন জায়গায় হয়েছে সেই মিউজিক ভিডিওর শুটিং। গানটি প্রকাশ পাবে আসছে ভালোবাসা দিবসে। এফ মাইনর ব্যান্ডের সদস্যরা হলেন পিংকি চিরান, নাদিয়া রিছিল, গ্লোরিয়া মান্দা, একিউ মারমা ও দিবা চিছাম। তাঁরা গারো ও মারমা সম্প্রদায়ের।

ব্যান্ডের ভোকাল পিংকি চিরান জানালেন, তিনি ও সমাপন স্নাল মিলে লিখেছেন ও সুর করেছেন ‘পরান প্রিয়’ শিরোনামের গানটি। তবে গানটির সংগীতায়োজন করে দিয়েছেন জনপ্রিয় শিল্পী পার্থ বড়ুয়া। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। সহযোগিতা করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি।