দুই দিন শুধু খাওয়া আর ঘুম!

পপি
পপি

একটি বিজ্ঞাপনে মডেল হয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম ১৯৯৭ সালে। তাঁর আগে ১৯৯৫ সালে লাক্স আনন্দধারা ফটো সুন্দরী নির্বাচিত হয়েছিলাম। আমার প্রথম বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়েছিল ভারতের মুম্বাইয়ে ফিল্ম সিটিতে। শুটিংয়ের এক সপ্তাহ আগে যেতে হয়েছিল সেখানে। বিজ্ঞাপনটির পরিচালক ছিলেন ভারতের কুটু চ্যাটার্জি। ক্যামেরায় ছিলেন অনিল মেহতা। শুটিংয়ের আগে বেশ মজার ঘটনা ঘটেছিল। শুটিংয়ের আগে দুই দিন রুম থেকে বেরোনো নিষেধ ছিল। সূর্যে যাওয়া যাবে না। দুই দিন শুধু খাওয়া আর ঘুম! কারও সঙ্গে কথা বলা, টেলিভিশন দেখা—সেসবও নিষেধ। শুটিংয়ের দিন সকাল সাতটায় কল ছিল। ঠিকঠাকই পৌঁছেছিলাম। কিন্তু শুটিংয়ের আগের এত সব শর্তে অনেকটাই ঘাবড়ে গিয়েছিলাম। মনে মনে চলছিল—না জানি কী কাণ্ড ঘটতে যাচ্ছে! প্রথম দৃশ্যটা ছিল—সুন্দর করে শাড়ি পরে সিঁড়ি দিয়ে ওপর থেকে নিচে নামব আমি। প্রথম শটেই দৃশ্য ‘ওকে’ হয়ে যায়। কোনো অভিনয় করতে হয়নি। টানা তিন দিন শুটিং হয়েছিল বিজ্ঞাপনটির। কিন্তু যতটা ঘাবড়েছিলাম, ততটা ভয় পাওয়ার মতো কিছুই আসলে ঘটেনি প্রথমবার।