ফেসবুক ও ইউটিউবে 'আলোর পথযাত্রী'

আলো মানে শুরু, আলো মানে আশা, অনেক হাসি-ভালোবাসা। আলো থামতে জানে না, দেখিয়ে দেয় সব। আলো মানে অন্ধকারের শেষ। আলো মানে সত্য, আলো মানে ভালো। আলো মানে অদম্য। আলোর যাত্রায় ২০ বছরে পৌঁছে গেছে প্রথম আলো। এমনি ভাবনা নিয়ে তৈরি হয়েছে একটি ভিডিওচিত্র। নাম ‘আলোর পথযাত্রী’। প্রথম আলোর ২০তম বর্ষপূর্তি উপলক্ষে ভিডিওচিত্রটি তৈরি করা হয়। ভিডিওচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে গত বছরের ৯ নভেম্বর, রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত প্রথম আলোর ২০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে। আজ রোববার থেকে ‘আলোর পথযাত্রী’ ভিডিওচিত্রটি দেখা যাবে প্রথম আলোর ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে।

৩ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওচিত্র ‘আলোর পথযাত্রী’তে রয়েছে ঘোড়সওয়ার তাসমিনা আকতার, ধান গবেষক নূর মোহাম্মদ, পা হারানো ফুটবলার আবদুল্লাহ, বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে লাল রঙের বাইসাইকেলে ৬৪ জেলায় ছুটে যাওয়া আনোয়ার হোসেন, অ্যাসিড-সন্ত্রাসের শিকার শামীমা আকতার ও গণিত অলিম্পিয়াডে স্বর্ণজয়ী আহমেদ জাওয়াদ চৌধুরীর গল্প।

‘আলোর পথযাত্রী’ ভিডিওচিত্রের দৃশ্য
‘আলোর পথযাত্রী’ ভিডিওচিত্রের দৃশ্য

ভিডিওচিত্রটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। তিনি বললেন, ‘আমরা অভিনেতাদের নিয়ে কাজ করি। তাঁরা অভিনয় করেন। কিন্তু বাস্তব জীবনে আলো ছড়ানো এই মানুষগুলোকে নিয়ে কাজ করতে গিয়ে অন্য রকম অভিজ্ঞতা হলো। সাধারণত যেমনটা হয়, তেমনটা না। আমি নিজে সমৃদ্ধ হয়েছি।’ তিনি আরও বললেন, ‘আবদুল্লাহর দুই পা নেই। শারীরিক এই সীমাবদ্ধতাকে জয় করে ফুটবলে মজে আছে সে। প্রতি মাসে অন্তত একবার তাঁর কাছে যেতে খুব ইচ্ছে হয়। কী প্রাণশক্তি তাঁর!’

এই ভিডিওচিত্র তৈরির সঙ্গে জড়িত আছেন বিজ্ঞাপনী সংস্থা ক্রসওয়াক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক এম এ মারুফ। তিনি বলেন, ‘আমরা সবাই একটা অসাধারণ ভাবনা নিয়ে কাজ করেছি। গত ২০ বছরে প্রথম আলোর উল্লেখযোগ্য প্রতিবেদনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আমরা এই ভিডিওচিত্রের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেছি। আশা করছি, তাঁদের দেখে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে।’