মেয়ের গানে মুগ্ধ ন্যানসি

ন্যানসি আর রোদেলা
ন্যানসি আর রোদেলা

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি এবার নিজের মেয়ের গান নিয়ে খুব উত্তেজনা অনুভব করছেন। সবাইকে ফোন করে নিজেই মেয়ের গান গাওয়ার খবর দিচ্ছেন। প্রথম আলোকে বললেন, ‘আমার বড় মেয়ে রোদেলা নজরুলসংগীত গেয়েছে। আমার খুব প্রিয় একটি গান, “প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা”। ছোটবেলা কত যে গেয়েছি। এবার রোদেলা চমৎকার গেয়েছে। প্লিজ আপনারা শুনবেন।’ গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম।

ন্যানসির মেয়ে মার্জিয়া বুশরা রোদেলার বয়স ১১ বছর। ময়মনসিংহের রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। খুব ছোট থেকে মায়ের কাছেই গান শিখছে। ন্যানসি বললেন, ‘রোদেলার জন্য বাসায় গানের শিক্ষক রেখেছিলাম। আমি তো গান বুঝি। দেখি, আমার সামনেই মেয়েকে যা শেখাচ্ছে, তাতে কোনো কাজ হবে না। আর সপ্তাহে আসে এক দিন, তা-ও আবার ৩০ মিনিট হওয়ার পরই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মেয়ে কী কতটা শিখছে, তার খবর নেই। পরে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে ভর্তি করে দিই। ওখানে আবার আরেক সমস্যা। নানা দিবস উদ্‌যাপন করতে হয়। গান শেখানোর চেয়ে তারা ছেলেমেয়েদের অনুষ্ঠান করার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে শেখার কিছুই হচ্ছে না। তাই নিজেই শেখাচ্ছি। আমার মনের মতো করে রোদেলাকে তৈরি করছি।’

জানালেন, রোদেলার গাওয়া ‘প্রজাপতি প্রজাপতি’ গানটি এরই মধ্যে রেকর্ড করা হয়েছে। রাজধানীর মগবাজারে মীর মাসুমের গায়েন বাড়িতে মেয়েকে সঙ্গে নিয়ে যান ন্যানসি। সেখানেই গানটির সব কাজ হচ্ছে। মিউজিক তৈরি আর কণ্ঠ দেওয়া শেষ। মেয়ের সঙ্গে গানটিতে হামিংয়ে অংশ নিয়েছেন ন্যানসি। এখন মিক্সিংয়ের কাজ হচ্ছে। এরই মধ্যে ইউটিউবে রোদেলার একটি চ্যানেল খোলা হয়েছে। আগামী ২ অথবা ৩ মার্চ গানটি এখানে অবমুক্ত করা হবে।

নিজের অনুভূতি জানাতে গিয়ে ন্যানসি বললেন, ‘অন্য রকম লাগছে। রোদেলাকে যখন স্টুডিওতে নিয়ে যাচ্ছি, তখন আমার প্রথম দিনের রেকর্ডিংয়ের অভিজ্ঞতার কথা বারবার মনে পড়ছিল। স্টুডিওতে ঢোকার পর মনে হচ্ছিল, ও হয়তো নার্ভাস হবে। গাইতে গিয়ে থেমে যাবে। কিন্তু আমার ধারণা ভুল। একবারেই ও পুরো গানটা গেয়ে ফেলল!’

ন্যানসি মুহম্মদ মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ ছবিতে গান গেয়ে ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ পেয়েছেন সাতবার।

যেহেতু ‘প্রজাপতি’ ছবিতে গান গেয়ে নিজে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, এ কারণেই মেয়েকে দিয়ে নজরুলসংগীত ‘প্রজাপতি প্রজাপতি’ গানটি রেকর্ড করিয়েছেন? ন্যানসি বললেন, ‘ব্যাপারটি আসলে কাকতালীয়। আমি সেভাবে ভেবে দেখিনি। আর গানটি তো একদমই আলাদা।’